তেল আভিভ, 19 জুলাই: ইজরায়েলে ড্রোন হামলার পরই বিরাট বিস্ফোরণ ৷ শুক্রবার সকালে তেল আভিভের রাস্তায় এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অন্তত 10 জন ৷ ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা বিস্ফোরণের প্রকৃতি পর্যালোচনা করছে ৷ এই ঘটনার পর আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে ৷ প্রাথমিক অনুসন্ধানে বোঝা যাচ্ছে যে, আকাশপথেই নিশানা করা হয়েছে ইজরায়েলকে ৷
ইজরায়েলের বিমান প্রতিরক্ষা বিভাগের চোখ এড়িয়ে কীভাবে এই হামলা হল তা এখনও স্পষ্ট নয় ৷ ইজরায়েল কীভাবে এই হামলার প্রতিক্রিয়া জানাতে পারে তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় প্রশাসনের কাছে । তেল আভিভের মেয়র রন হুলদাই এই হামলাকে ড্রোন হামলা বলে জানিয়েছেন ৷ যদিও সামরিক বাহিনী এখনও হামলার ধরন উল্লেখ করেনি । ইয়েমেনের হুথিরা হামাসের প্রতি সহানুভূতি দেখিয়ে নয় মাস ধরে চলা যুদ্ধে বারবার ইজরায়েলকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । কিন্তু শুক্রবার পর্যন্ত, তাদের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইজরায়েল বা তার পশ্চিমী মিত্রদের এই অঞ্চলে অবস্থানরত বাহিনী প্রতিহত করেছে ৷
ইজরায়েল এখনও পর্যন্ত হুথিদের উপর আক্রমণ না করলেও, তার মিত্রদের হুথিদের সামলানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ কারণ গাজার যুদ্ধ এবং লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চলমান লড়াইয়ের উপর বেশি মনোনিবেশ করেছে ইজরায়েল ৷