করাচি, 7 অক্টোবর:বিস্ফোরণে কেঁপে উঠল করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর ৷ ঘটনায় 2 জন চিনা নাগরিক-সহ বেশ কয়েকজন পাকিস্তানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ আহত হয়েছেন কমপক্ষে 8 জন ৷ ঘটনার দায় স্বীকার করেছে বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ৷ ঘটনার তীব্র নিন্দা করেছে পাকিস্তানে চিনের দূতাবাস ৷
স্থানীয় পুলিশ সূত্রে খবর, রবিবার রাত 11টা নাগাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটানো হয় ৷ দক্ষিণ সিন্ধ প্রদেশের এক শীর্ষ আধিকারিক জানান, করাচি বিমানবন্দরের কিছুটা দূরেই একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে চিন ৷ পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মচারীদের একটি কনভয় কাজ সেরে ফিরছিল ৷ সেই সময়, তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে ৷ তবে বিমানবন্দরের কোনও ক্ষতি হয়নি ৷
হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী ৷ জরুরি ভিত্তিতে উদ্ধারের কাজ শুরু করা হয় ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহতদের চিকিৎসায় কোনও রকম ফাঁক রাখতে নারাজ পাক প্রশাসন ৷