হায়দরাবাদ:গ্রীষ্মকালীন ত্বকের সমস্যা থেকে মুখকে রক্ষা করতে মানুষ কিছু ঘরোয়া প্রতিকার ও টিপস অনুসরণ করে থাকেন । অনেকে বাজারে পাওয়া বিভিন্ন ক্রিম ব্য়বহার করে থাকেন ৷ কিন্তু ত্বককে সুস্থ রাখতে বাহ্যিক পরিচর্যার পাশাপাশি এর প্রয়োজনীয় পুষ্টির যোগান দেওয়াও জরুরি ৷ তবে অনেকে এদিকে ধ্যান দেন না ৷ প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি জার্নাল ও বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার খাওয়া জরুরি ৷ যা ত্বককে সুস্থ রাখাতে সাহায্য় করবে ৷
শশা: বিশেষজ্ঞদের মতে, গরমে শশা খেলে ত্বকে প্রয়োজনীয় উপাদান পাওয়া যায় ৷ কারণ শশায় জলের পরিমাণ বেশি । এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের যত্নে সাহায্য করে । তরমুজের মতো হাইড্রেটেড ফল ও শাকসবজি খেলে শরীরকে হাইড্রেট রাখে ও ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ।
দই: ল্যাকটিক অ্যাসিড দইয়ের অন্যতম প্রধান পুষ্টি ৷ অনেকগুলি ত্বকের যত্নের পণ্যগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ল্যাকটিক অ্যাসিড একটি ভালো এক্সফোলিয়েন্ট ও ত্বকের ময়শ্চারাইজার হিসাবে কাজ করে । এছাড়াও বিশেষজ্ঞরা বলেন, এটি একটি অ্যান্টি-এজিং এজেন্ট হিসাবে কাজ করে । দই জিঙ্ক, ভিটামিন B2, B5, B12 সমৃদ্ধ । বিশেষজ্ঞদের মতে, ভিটামিন B2 শুধুমাত্র ত্বককে হাইড্রেটেড রাখতেই সাহায্য করে না বরং ফ্রি র্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে ত্বকের কোষকেও রক্ষা করে ।