কলকাতা: অনেকের শৌচালয়ের কাজ সারতে দেরি হয়, কাজে বেরতে লেট হয়ে যায় ৷ বাথরুমে অনেকটা সময় কাটান কেউ কেউ ৷ দীর্ঘদিন এই অভ্য়াস চলতে থাকলে শারীরিক নানা সমস্যা বাসা বাঁধে ৷ তেমনই একটা সমস্যা পাইলস ৷ শুধু বয়স্কদের মধ্যেই নয়, ইদানীং কমবয়সিদের মধ্যেও বেড়েছে এই সমস্যা । মহিলারাও এই সমস্যায় কাবু হন ৷
পাইলস কী (What Is Piles) ?
পাইলস এমন একটি রোগ, যাতে মলদ্বারের ভিতরে ও বাইরে ফুলে যায় ৷ যে কারণে মলদ্বারের ভিতরের বা বাইরের অংশে চামড়া জমে গিয়ে আঁচিলের মতো তৈরি করে । ফলে ব্যথা-সহ রক্তপাত হয় ৷ এই সমস্যার ফলে মলত্যাগের অসুবিধে হয় ৷ এর ফলে ব্যক্তির বসতেও অসুবিধা হয় ৷ যদি সময়মতো চিকিৎসা না করা হয়, সমস্যা আরও বাড়তে পারে বলে জানান হায়দরাবাদের লন্ডন গ্যাস্ট্রো কেয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ চন্দ্রশেখর পুলি ৷
মহিলাদের হওয়ার কারণ:চিকিৎসক বলেন, "বিশেষ করে মহিলাদের মধ্যে পাইলস গর্ভাবস্থায় শুরু হয় এবং তারপর ধীরে ধীরে বৃদ্ধি পায় ৷ কারণ গর্ভাবস্থায় পাকস্থলিতে চাপ বেড়ে যাওয়ার কারণে রক্তনালীর উপর চাপ বেশি থাকে । যে কারণে পাইলস হওয়ার ঝুঁকি বেড়ে যায় ।"
তিনি আরও বলেন, "কোষ্ঠকাঠিন্য থাকলে এই সমস্যা আরও বাড়ে ৷ একইভাবে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় কাজ করলেও পাইলস হতে পারে ৷ মানসিক চাপের কারণেও মহিলাদের অনেক সময় পাইলস হয় ।"