হায়দরাবাদ:প্রতিটি ব্যক্তিই জীবনের প্রতিদিন নিজেকে খুশি দেখতে চান ৷ নিজের বা বাড়ির সুখ-সমৃদ্ধির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে থাকি ৷ অনেক সময় মানুষ পরিশ্রম করেও সফল হতে পারেন না। তবে বাড়িতে থাকা কিছু জিনিসও আপনার জীবনে আনতে পারে নানা সসম্যা ৷ আপনার ঘরে এমন জিনিস থাকলে, যার প্রভাব আপনার জীবন বদলে দিতে পারে বলে জানান জ্যোতিষী রাহুল দে৷
জেনে নিন বাড়িতে কী কী রাখবেন না ?
বাস্তুশাস্ত্র অনুযায়ী, যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। বাড়িতে কখনও মাকসার জাল হতে দেবেন না ৷ বাস্তুমতে মাকসার জালকে নেতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় ৷ এতে আপনার ধার-দেনা বাড়িয়ে দিতে পারে ৷ তাই আপনার ঘর সবসবয় পরিষ্কার রাখুন ৷
বাড়িতে চিনামাটির ভাঙা কাপ, প্লেট রাখা উচিত নয় ৷ এতে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ৷ ফলে আপনার সন্তান বা বাড়ির কোনও সদস্যের বিবাহে বাধা সৃষ্টি হতে পারে ৷