হায়দরাবাদ: 10 মে শুক্রবার, অক্ষয় তৃতীয়া ৷ এই দিনে একসঙ্গে অনেকগুলি শুভ যোগ তৈরি হতে চলেছে । এই শুভ লগ্ন থেকে এই সাতটি রাশির ব্যাপক উন্নতি হওয়ার সম্ভবনা রয়েছে ৷ যাদের কর্মে বাধা পড়ার সম্ভাবনা ছিল, তাদের যাবতীয় বাধা কেটে যাবে ৷ তাদের অক্ষয় তৃতীয়ার দিন আর্থিক উন্নতি হওয়ারও সম্ভবনা বেশি ৷ এই সাতটির রাশির মধ্যে হল মেষ, মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, মকর ও মীন রাশি ৷
এই রাশি অনুযায়ী কী কী করবেন ?
মেষ রাশি:এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি মুসুর ডাল কিনতে পারেন তাহলে তাঁদের জন্য শুভ ৷
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা ওইদিন সবুজ কোনও জিনিস কিনতে পারেন ৷ সেটা ধনেপাতা হোক বা সবুজ শাকসবজি ৷ এছাড়াও যদি সবুজ পোশাক যদি কিনতে পারেন তা খুবই ভালো ৷ আর্থিক দিক থেকেও উন্নতি হবে ৷
সিংহ রাশি:এই রাশির গ্রহ নিয়ন্ত্রক হল সূর্য ৷ এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন যদি তামার কোনও জিনিস বা লাল পোশাক কিনতে পারেন, তাহলে তা তাদের ভাগ্য ফিরিয়ে আনবে ৷