কলকাতা: সিগারেট যখন জ্বালানো হয় সেই ধোঁয়াটি শ্বাস নেওয়ার মাধ্যেমে শরীরে প্রবেশ করে ৷ বিশেষজ্ঞরা জানান, শ্বাসযন্ত্রের উপর এর মারাত্মক প্রভাব পড়ে । সেই ধোঁয়ায় রয়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ । এটি শ্বাসনালীতে আস্তরণে জ্বালা করতে পারে । ফলে এটি সংকোচন হয় ও শ্বাসকষ্ট হয় । বিশেষজ্ঞরা জানান, এতে কাশির সম্ভাবনা বাড়ে ।
2017 সালে 'রেসপিরেটরি মেডিসিন জার্নাল'-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গিয়েছে, একটি সিগারেট ধূমপান করলেও শ্বাসনালীতে শ্লেষ্মা জমা হতে পারে ৷ যার ফলে কাশি এবং বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয় । গবেষণায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান ফ্রান্সিসকো-এর একজন শ্বাসযন্ত্রের চিকিৎসক ডঃ ডেভিড ওলসন অংশ নিয়েছিলেন ৷
মুখের স্বাস্থ্যের উপর উন্নতি করে: সিগারেটের ধোঁয়ায় থাকা রাসায়নিক মুখ এবং গলার সূক্ষ্ম টিস্যুগুলিকে জ্বালাতন করে । এগুলি নিঃশ্বাসে দুর্গন্ধ সৃষ্টি করে । মাড়ির রোগের ঝুঁকি বাড়ায় । বিশেষজ্ঞরা জানান, দীর্ঘমেয়াদী ধূমপান মুখের ক্যানসারের ঝুঁকি বাড়াতে সাহায্য় করে ।
হার্টের স্বাস্থ্যের উপর: গলা থেকে নিঃশ্বাস নেওয়া ধোঁয়ায় নিকোটিন দ্রুত রক্তের প্রবাহে প্রবেশ করে । যখন এটি ঘটে তখনই হৃদস্পন্দন বেড়ে যায় । হৃদস্পন্দন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি কার্ডিওভাসকুলার সিস্টেমের উপর অতিরিক্ত চাপ দে য়। এটি উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায় । এই অবস্থা চলতে থাকলে, বিপি বাড়বে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোক হবে বলে সতর্ক করা হয় ।