হায়দরাবাদ: পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় জানানো রয়েছে । নুন বিভিন্ন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ-সমৃদ্ধি বজায় রাখে । পাশাপাশি জীবনের সব বাধা দূর করতেও সাহায্য় করে । বাস্তুশাস্ত্রে নুনের কিছু ব্যবহার একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে । নুনের এই ব্যবহার পরিবারে লক্ষ্মী আগমনের পথকে প্রশস্ত করে । এই বিষয়ে জানালেন জ্যোতিষী রাহুল দে ৷
- তিনি বলেন, বাড়িতে যদি প্রতিনিয়ত রোগ লেগে থাকে বা ঝগড়া অশান্তি চলতে থাকে, তাহলে কী করতে পারেন ? একটি কাচের পাত্রে একটু নুন নিয়ে ঘরের এককোনে রেখে দিন ৷ জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য আসবে ৷ সুখ-শান্তিতে জীবন ভরে যাবে । অনেক জটিল সমস্যা দূর করতে সাহায্য় করবে নুনের সঠিক ব্যবহার ৷
- বাড়িতে বাস্তু দোষ থাকলে লাল কাপড়ের মধ্যে একটু নুন রেখে দেবেন ৷ এটি বাড়ির প্রধান দরজায় টাঙিয়ে দিন ৷ এতে বাস্তু দোষ কাটবে ৷ ফলে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে ৷
- বাড়িতে কোনও ব্যক্তির উপর কু-নজর লেগে থাকলে, শনি বা মঙ্গলবার এটা করতে হবে ৷ এর জন্য একমুঠো নুন নিয়ে সাতবার অ্যান্টিক্লক ওয়াইস বা ঘড়ির কাঁটার বিপরীতে ওই ব্যক্তির মুখের সামনে ঘোরাতে হবে ৷ এরপর ওই নুনটা জলে ফেলে দেবেন ৷ এতে হাতেনাতে উপকার পাওয়া যায় ৷