কলকাতা:বিশেষজ্ঞরা নানাবিধ পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন ৷ সেরকমই একটি সস্তায় পুষ্টিকর হল সয়াবিন ৷ অনেকে আবার একে নিরামিষাশীদের মাংসও বলে থাকেন । সয়াবিন দিয়ে নানা রকমের খাবার বানানো হয় ৷ স্বাদের দিক দিয়েও যেমন কোনও অংশে কম নয়, তেমনই কিন্তু ব্যবহারের দিক থেকেও সেরা ।
পুষ্টিবিদের মতে, সয়াবিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ৷ একই সঙ্গে এর মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ই, প্রোটিন, রাইবোফ্ল্যাভিন, ক্যালশিয়াম, ফাইবার, থিয়ামিন, অ্যামাইনো অ্যাসিড, ফোলিক অ্যাসিড ইত্যাদি । এইসব উপাদানই আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে । তেমনই সয়াবিনের সঙ্গে বিভিন্ন জিনিস মিশিয়ে একটি পুষ্টিকর খাবারের টিপস দিলেন পুষ্টিবিদ নবারুণা গঙ্গোপাধ্যায় ৷
জেনে নিন, কীভাবে বানাবেন ?
একবাটি সেদ্ধ সয়াবিন মিক্সারে দিয়ে রসুন কাঁচালঙ্কা, এক চামচ ওটস ও এক চা চামচ মতো অলিভ অয়েল এবং একটা ডিম দিয়ে ভালো পেস্ট করে নিতে হবে ৷ এরপর একটি পাত্রে ওই পেস্টের সঙ্গে কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, অনেকটা পরিমাণে মেথি শাক নিয়ে ভালো করে মেখে নিতে হবে ৷ তার মধ্যে অল্প পরিমাণ সাদা তিল, আদা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে একটা কাবাবের মশলা বানিয়ে নিতে হবে ৷