পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

'ওগো কাজল নয়না হরিণী...', সুন্দর চোখে কাজল ধরে রাখুন সহজপদ্ধতিতে

Kajal lasting in Eye: পার্টি থেকে রোজের সাজ- কিছু ব্যবহার হোক বা না হোক রূপটানে কাজল মাস্ট ৷ তবে সমস্যা একটাই ৷ বেশ কিছুক্ষণ পরেই ঘেঁটে যায় কাজল ৷ কীভাবে চোখে পারফেক্ট কাজল ধরে রাখবেন, রইল বেশ কিছু টিপস ৷ ট্রাই করে দেখুন, ফলাফল পাবেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 9:49 PM IST

Kajal lasting in Eye
চোখে কাজল ধরে রাখুন এইভাবে

হায়দরাবাদ: 'ওগো কাজল নয়না হরিণী...' হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে ও কণ্ঠে এই গান শুনলে কী মনে আসে বলুন তো? কাজলা চোখে যেন গভীর চাহনি, রূপের বাহার যেন আরও বাড়িয়ে দেয় ৷ ব্যাক টু রিয়েল ৷ চোখে বোল্ড, স্মোকি কাজলের ব্যবহার অনেক সময়ই হয়ে ওঠে মাথাব্যাথার কারণ ৷ অসাবধান হলেও চোখে কাজল ঘেঁটে ঘ ৷ ব্যাস, সুন্দর সাজের সর্বনাশ ৷ তাহলে উপায়? (Kajal Use Tricks) কীভাবে চোখের গাঢ় কাজলভাব ধরে রাখবেন, তা ঘাঁটবেও না আবার সৌন্দর্য নষ্টও করবে না, তারই কিছু সহজ সরল টিপস রোজকার জীবনে ফলো করতে পারেন ৷

  • কাজল বা চোখের মেক-আপ করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ৷ তুলোয় হালকা কোনও টোনার দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিতে হবে ৷ এমনকী, মেক-আপ রিমুভার দিয়েও চোখের ময়লা পরিষ্কার করে নিতে পারেন ৷ এই পদক্ষেপ চোখে কাজল ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷
  • কাজল ব্যবহারের সময় একটা কমন ভুল আমরা করে থাকি ৷ তা হল চোখে সরাসরি মেক-আপ শুরু করে দিই ৷ কিন্তু এক্সপার্টদের মতে, কাজল লাগানোর আগে চোখে একটা ফাইন্ডেশন বেস থাকা দরকার ৷ এই বেস, কাজল ধরে রাখতে সাহায্য করে ৷
  • বাজারচলতি অনেক প্রোডাক্টই সামনে আসে ৷ তবে চোখ খুব সংবেদনশীল ৷ তাই নিজের সুন্দর চোখের জন্য ভালো কাজল নিন বেছে ৷ একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করুন যা হবে স্মাজ-প্রুফ, ওয়াটার প্রুফ এবং লং-লাস্টিং ৷
  • কাজল ব্যবহারের আগে চোখে ও পাতায় হালকা পাউডার ট্যাব অবশ্যই করবেন ৷ পাউডার ব্যবহার করলে চোখের জায়গায় তেলাভাব আসে না ৷ ফলে কাজলকে সুন্দর চোখে দীর্ঘক্ষণ ধরে রাখা সম্ভব হয় ৷
  • কাজল লাগানোর পর হালকা আইশ্যাডো ব্যবহার করুন ৷ আইশ্যাডোর ব্যবহার করলে কাজল ঘেঁটে যায় না ৷
  • আরও একটা সহজ পদ্ধতি হল, কাজল পড়ার সময় চোখের কোণটা ছেড়ে দিন ৷ অনেকেই কোণের কাছে মোটা করে কাজল পরেন ৷ বরং সেটা না করে চোখের মধ্যিখানে কাজল চওড়া করলেও কোণের কাছে রাখুন হালকা সরুভাব ৷
  • সবশেষে সতর্কীকরণ বার্তা হিসাবে বলতে হয়, মেক-আপ বা কাজল ধরে রাখার জন্য বারবার চোখে হাত দেবেন না ৷ বা ভুল করেও চোখ ঘষবেন না ৷ কিছু সমস্যা হলে রুমালের কোণ ব্যবহার করুন ৷ অথবা ট্রিকস হিসাবে ইয়ার বাড রাখতে পারেন ৷ চোখে হাত না দিয়ে ইয়ার বাডের তুলো দিয়ে আলতোভাবে চোখ মুছে নিতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details