হায়দরাবাদ:চলছে ভ্যালেনটাইনস সপ্তাহ ৷ তাই তারই একটা দিন চুম্বন দিবস ৷ এইদিন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার চুম্বনে ভরান ৷ চুম্বন শুধুমাত্র প্রেমিক প্রেমিকের ভালোবাসা প্রকাশ পায় না ৷ বিশেষজ্ঞদের মতে, চুমুর বেশ কিছু উপকারি দিক রয়েছে যা শরীর ও মনের স্বাস্থ্যের জন্য যথেষ্ট কার্যকরী । জেনে নিন, চুমুর স্বাস্থ্যকর দিকগুলি (Health Benefits of Kiss)।
মানসিক চাপ কমাতে সাহায্য করে: মানসিক চাপ কমানোর ক্ষেত্রে চুম্বন দারুন ভাবে কার্যকরী । বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরের কর্টিসল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণ কমাতে সাহায্য করে চুম্বন । ফলে অবসাদ থেকে মুক্তি দিতে সাহায্য করে ।
মাথাব্যথা কমাতে সাহায্য করে: চুম্বনের প্রভাবে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের নিঃসরণ ঘটে । এই হরমোন ব্যথা কমাতে সাহায্য করে । তাই চুম্বনের মাধ্যমে মাথা যন্ত্রণা থেকেও মুক্তি পাওয়া যেতে পারে ।
আপনাকে খুশি রাখতে সাহায্য় করে: যখন আপনি চুম্বন করেন তখন আপনার মস্তিষ্ক থেকে অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক নির্গত হয় ৷ যা আপনাকে খুশি রাখতে সাহায্য করে ৷