হয়দরাবাদ: সারারাত না-খাওয়ার পর সকালে ভারী খাবার খাওয়া খুবই জরুরি ৷ কেউ কেউ ব্রেকফাস্ট এড়িয়ে যান, যা শরীরের জন্য ভীষণ ভাবে ক্ষতিকর হতে পারে ৷ অতএব চিকিৎসকদের মতে, আপনার ব্রেকফাস্ট মনোযোগ দেওয়া উচিত । বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে তবে ব্রেকফাস্টে কম কার্বোহাইড্রেট এবং বেশি স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার এবং প্রোটিন থাকা উচিত । ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্রেকফাস্টে কোন কোন খাবার রাখা দরকার জেনে নিন একনজরে (Know which breakfast should be added in case of diabetes) ৷
ওটমিল:ওটমিল হতে পারে একজন ডায়াবেটিস রোগীর জন্য ভোলো ব্রেকফাস্ট । ওটমিল একটি উচ্চ আঁশযুক্ত খাবার । যদি ওটমিল খাওয়া হয় তাহলে তাহলে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে ৷ ব্রেকফাস্টে ওটস বিভিন্ন উপায়ে খেতে পারেন ৷
ডিম: ডায়াবেটিস রোগীরা ব্রেকফাস্টে ডিম রাখতে পারেন ৷ ডিম প্রোটিন সমৃদ্ধ ৷ এছাড়াও ডিম রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সহায়তা করে ৷ এছাড়াও ডিম খেলে অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া য়ায় ৷ এটি অমলেট, পোজ ও সেদ্ধ করেও খেতে পারেন ৷
স্মুদি:ব্যস্ততার জীবনযাত্রায় স্মুদি হল সহজপাচ্য ব্রেকফাস্ট ৷ যা দ্রুত তৈরি করা যায় এবং খেতেও সুস্বাদু ৷ স্মুদির পুষ্টিগুণও অনেক ৷