কলকাতা: নিজের কাজ কমাতে সন্তানের হাতে তুলে দিচ্ছেন মোবাইল ? এই মোবাইল দেখেই হয়ে যাচ্ছে শিশুর খাওয়া ? এখন থেকেই সাবধান । ছোট বয়স থেকেই অতিরিক্ত মোবাইল দেখায় তৈরি হচ্ছে একাধিক সমস্যা । যা পরবর্তীকালে মানসিক সমস্যায় রূপান্তর হচ্ছে । এই যন্ত্র হাতে পাওয়ার পরই সন্তান একদম চুপ । এমন জাদু এই ডিভাইসের । তবে মনে রাখবেন, নিয়মিত বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে কিন্তু তারই সর্বনাশ ডেকে আনছেন আপনি নিজেই ।
তবে শুধু বড় হলেই নয়, ছোটবেলাতেও এই সমস্যার একাধিক প্রভাব দেখা যায় । সেই বিষয়গুলি নিয়ে শিশু মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাগ্নিক মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললেন ইটিভি ভারত । এই মোবাইল ফোন শিশুদের জন্য কতটা ভয়ানক ? তার ব্যাখ্যা দিলেন তিনি ।
ছোট থেকে শিশুর হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার ফলে তাঁরা মন বসায় কার্টুন অথবা রিলসে । চিকিৎসকদের মতে, ওই শিশুর মধ্যে কথা বলার অভ্যাস নষ্ট হয়ে যায় । মনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সাগ্নিক মুখোপাধ্যায় জানান, "আমাদের কাছে এমন অনেক বাঙালি পরিবার আসে যার সন্তান ঠিকমতো বাংলা ভাষা বলতে পারে না । ফলে অনেকের ক্ষেত্রে বয়স এগিয়ে যায় কিন্তু কথা শিখতে পারে না ।" এছাড়াও নতুন প্রজন্মের ধৈর্য হ্রাস পাচ্ছে । এর অন্যতম কারণ হিসাবে চিকিৎসকের মত মোবাইল । তিনি বলেন, "একটার পর একটা রিলস মোবাইলে চলে আসছে । পছন্দ না-হলে তৎক্ষণাৎ বদলে দেওয়া যাচ্ছে । এর ফলের শিশুদের মধ্যে মনোযোগের বেশ অভাব দেখা যায় । তখন শিশুর মধ্যে এক ধরনের জেদ তথা রাগ বেশি তৈরি হয় ।"