পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

মেয়েদের সার্ভিকাল ক্যানসারের টিকাগ্রহণে উৎসাহিত করার ঘোষণা অন্তর্বর্তী বাজেটে, কী বলছেন চিকিৎসক - সার্ভিকাল ক্যানসারের

Vaccination of girls against cervical Cancer: মহিলারা চতুর্থ সর্বাধিক এই ক্যানসারে আক্রান্ত হন। এই ক্যানসার প্রতিরোধের উপর জোর দিয়ে বৃহস্পতিবার বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী এইচপিভি ভ্যাকসিনের প্রচারের ঘোষণা করেন। এই ক্যানসারের কারণ হল এইচপিভি যা এক ধরনের ভাইরাস । এই বিষয়ে সার্জিক্যাল অনকোলজিস্ট ডাঃ শুভেন্দু মাজির সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য্য ৷

Vaccination of girls against cervical Cancer News
সার্ভিকাল ক্যানসারের বিরুদ্ধে মেয়েদের টিকা

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 5:37 PM IST

Updated : Feb 1, 2024, 5:48 PM IST

হায়দরাবাদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সমীক্ষা বলছে, মহিলাদের সার্ভিক্যাল ক্যানসার বা জরায়ুর মুখের ক্যানসার চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার । 2018 সাল থেকে বিশ্বব্যাপী প্রায় 5.7 লক্ষ মহিলা সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় 3.1 লক্ষ মহিলা এই রোগে মারা গিয়েছেন। পরিসংখ্যান এতটাই ভীতিকর ৷ বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্বাস্থ্যখাতে বেশ কিছু ঘোষণা করেন। এরমধ্যে সার্ভিক্যাল ক্যানসার নিয়ে একটি বড় আপডেটও দিয়েছেন ।

মেয়েদের সার্ভিকাল ক্যানসার প্রতিরোধে উৎসাহিত করতে 9-14 বছর বয়সি মেয়েদের টিকাপ্রদান করবে সরকারই ৷ নির্মলা সীতারামন সংসদে অন্তর্বর্তী বাজেট 2024-2025 পেশের সময় এমনই ঘোষণা করেছেন ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সার্ভিকাল ক্যানসারের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে রাজ্য এবং বিভিন্ন স্বাস্থ্যবিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে । ভারতে সমগ্র বিশ্বের 16 শতাংশ মহিলার বাস ৷ তবে সমস্ত সার্ভিকাল ক্যানসারের প্রায় এক চতুর্থাংশ এবং বিশ্বব্যাপী সার্ভিক্যাল ক্যানসারে মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশের জন্য দায়ী ।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, ভারতে প্রতি বছর প্রায় 80,000 মহিলা জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হন এবং 35,000 মহিলার মৃত্যু হয় । বর্তমানে সার্ভিকাল ক্যানসারে বিরুদ্ধে সিরাম ইনস্টিটিউটের তৈরি-ইন-ইন্ডিয়া ভ্যাকসিন, CERVAVAC, ব্যক্তিগত বাজারে প্রতি ডোজ প্রায় 2,000 টাকায় পাওয়া যায় ।

বাজেটে কী ঘোষণা হয়েছে?

তিনি বলেন, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে 9-14 বছর বয়সি মেয়েদের মধ্যে HPV ভ্যাকসিন প্রচার করা হবে । HPV ভ্যাকসিন দেওয়া হয় হিউম্যান প্যাপিলোমাভাইরাস (HPV) থেকে রক্ষা করার জন্য । এই ভাইরাস মহিলাদের জরায়ুমুখের ক্যানসার সৃষ্টি করে ৷ তাই এটি প্রতিরোধ করার জন্য এইচপিভি ভ্যাকসিন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ । তবে এই ভাইরাস সম্পর্কে সঠিক তথ্য না থাকায় এর বিরুদ্ধে টিকা দেওয়ার হার খুবই কম । জেনে নিন HPV কী এবং এর সঙ্গে সম্পর্কিত বিশেজ্ঞের মতামত ।

এসএসকেএমের সহকারি অধ্যাপক সার্জিক্যাল অনকোলজিস্ট ডাঃ শুভেন্দু মাজিকে জিজ্ঞাসা করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "ভ্যাকসিন কার্যকর এবং 95 শতাংশের বেশি ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধ করতে পারে ৷ সার্ভিকাল ভ্যাকসিন প্রোগ্রাম ইতিমধ্যেই বিভিন্ন দেশে চলছে এবং এটিকে সমর্থন করার জন্য যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ রয়েছে ৷ এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সঙ্গে সার্ভিকাল সংক্রমণ প্রতিরোধে কার্যকর যা পরে সার্ভিকাল ক্যানসারের দিকে পরিচালিত করে ৷

ভারতের বিভিন্ন রাজ্যে পাইলট প্রোগ্রাম এবং সমীক্ষাগুলি কার্যকর ইতিবাচক এবং উৎসাহজনক হয়েছে ৷ তাই আমি মনে করি এই ভ্যাকসিনটি উপযুক্ত বয়স বিভাগ এবং যোগ্য প্রার্থীদের কাছে সুপারিশ করা উচিত ৷ এই ভারতের মতো এত বড়ো দেশে তা কতটা ফলপ্রসূ হবে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই প্রশ্নের উত্তরটি এপিডেমিওলজিস্টদের দ্বারা আরও ভালোভাবে দেওয়া হবে যারা প্রবণতা এবং ভ্যাকসিন বিস্তারিতভাবে অধ্যয়ণ করেন ।

তবে আমি বলতে পারি ভ্যাকসিন কার্যকর হলেও, এটির সহজলভ্যতা সামর্থ্য এবং উপযোগের জন্য স্থানীয় ও জাতীয় ইচ্ছা এবং একাধিক স্টেকহোল্ডারের সমর্থন প্রয়োজন ৷ এছাড়াও তিনি বলেন, সার্ভিকাল ক্যানসার কমানোর একমাত্র উপায় হল সার্ভিকাল ইনফেকশন কমানো ।

যেহেতু সার্ভিকাল ক্যানসার হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সৃষ্টি হয় (যা সংক্রমিত হয়) যৌন পথের মাধ্যমে ৷ সুরক্ষিত যৌন অভ্যাস জরুরি ৷ কনডমের ব্যবহার করে ভাইরাস সংক্রমণ বন্ধ করতে পারে এই ক্যানসার ।

এছাড়াও একাধিক যৌন সঙ্গীকে এড়িয়ে চলা ৷ অপ্রত্যাশিত কার্যকলাপ ক্যানসারের প্রকোপ কমাতে সাহায্য করতে পারে কারণ এই উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণ প্যাপিলোমা ভাইরাস সংক্রমণকে উৎসাহিত করে । জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ৷ সার্ভিকাল ক্যানসারের সাধারণ লক্ষণ । উপযুক্ত বয়সে এবং সঠিক মাত্রায় ভ্যাকসিন গ্রহণ করা জরুরি ৷

ভারতে বিশ্বের প্রায় 16 শতাংশ মহিলার বাসস্থান ৷ তবে সমস্ত সার্ভিকাল ক্যানসারের প্রায় এক চতুর্থাংশ এবং বিশ্বব্যাপী জরায়ু মুখের ক্যানসারে মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশের জন্য দায়ী ৷

আরও পড়ুন:

  1. ঘাড়-কনুইয়ের কালো দাগ দূর হবে নিমেষে, মাথায় রাখুন এই সহজ উপায়গুলি
  2. কিডনিতে পাথর হলে এই উপসর্গ দেখা যায়, উপেক্ষা করলেই বিপদ
  3. গর্ভাবস্থায় রক্তপাতের সমস্যা হতে পারে প্লাসেন্টা প্রিভিয়ার লক্ষণ
Last Updated : Feb 1, 2024, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details