কলকাতা, 2 জুলাই: বর্ষাকাল মানেই বৃষ্টির সঙ্গে গরম ফ্রি । সঙ্গে দোসর যখন-তখন ঝমঝমিয়ে বৃষ্টি আর প্যাঁচপ্যাঁচে কাদা । এই সময়ে একবার যদি আপনি ভিজেছেন, তো সাড়ে সর্বনাশ ! জামাকাপড় শুকোবে না তিনদিনেও। বিয়ে বাড়ির জামাকাপড় লন্ড্রিতে গেলেও রোজকার জামাকাপড় তো আর সেখানে যায় না । তাই সেগুলি শুকোতে বেশ হ্যাপা পোহাতে হয় । আবার এই সময় ফ্যাশন ভুললেও চলবে না । রোজকার অফিস হোক বা অফিস মিটিং কিংবা কোনও পার্টি বা বিয়ে বাড়ি । নারী পুরুষ নির্বিশেষে একটা শ্রেণি পোশাকের ব্যাপারে আজকাল বেশ সজাগ । যেমন তেমনভাবে তারা কাজেকর্মে যেতে রাজি নয় ।
কিন্তু কোন ধরনের পোশাক পরলে ফ্যাশন জমবে আবার আরামও বজায় থাকবে, তা ভেবে কূল পায় না অনেকেই । তাদের সমস্যার সমাধান করতে পারেন একমাত্র ডিজাইনাররাই । তেমনই এক স্বনামধন্য ডিজাইনার শ্যামসুন্দর বসুর কাছে পৌঁছে যায় ইটিভি ভারত । তিনি তাঁর পরামর্শ দিলেন সকলের জন্য। জানালেন তাঁর ব্র্যান্ড 'রাই কিশোরী কৃষ্ণকলি'এর নতুন সব পোশাকের কথা । শ্যামসুন্দর বসুর এই মুহূর্তে ব্যস্ত ডিজাইনার । কলকাতা থেকে মুম্বই সর্বত্র ছড়িয়েছে তাঁর কাজের খ্যাতি । 'ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক অফ গোয়া'তে ভূয়সী প্রশংসা পান তিনি । এছাড়াও বিভিন্ন ফ্যাশন উইক থেকে সিনেমা, আর এবার তো স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত হিন্দি ধারাবাহিকেরও কস্টিউম ডিজাইন করছেন তিনি । ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন সব কথা ।