পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত ? ব্রেকফাস্টে এই খাবারগুলি ভুলেও খাবেন না - Diabetic Diet - DIABETIC DIET

Sugar Patients Should Avoid These Foods: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের কী খাওয়া উচিত ? কী খাওয়া উচিত নয়? এমন প্রশ্ন নিয়ে বিতর্ক চলতেই থাকে ।

Sugar Patients Should Avoid These Foods
সুগারের সমস্যায় এই ব্রেকফাস্ট এড়িয়ে চলুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 8:58 PM IST

Updated : May 10, 2024, 10:06 PM IST

হায়দরাবাদ:অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিসের মতো রোগ । বিশেষজ্ঞরা বলেন, সারাদিন সক্রিয় থাকতে চাইলে ব্রেকফাস্ট জরুরি । বিশেষ করে যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পুষ্টিতে ভরপুর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয় । চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের নির্দিষ্ট কিছু খাবার একেবারেই এড়িয়ে চলতে বলেন । কারণ, ওই খাবারগুলি খেলে, বেড়ে যেতে পারে রক্তে সুগারের মাত্রা, অনেক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ৷ জেনে নিন, ডায়াবেটিস রোগে আক্রন্ত কী কী খাবার উচিত নয় (What foods should not be eaten by diabetics) ?

ফলের রস: বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ডায়াবেটিস রোগীরা যারা সকালে খালি পেটে ফলের রস পান করেন, তাদের রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে । কারণ, ফলের রসে ফাইবার কম এবং সুগারের মাত্রা বেশি থাকে । এজন্য এগুলি না খাওয়াই ভালো ৷ বিশেষ করে বাজারে প্যাকেটজাত যে সব ফলের রস বিক্রি হয় ৷ 2008 সালে 'ডায়াবেটিস কেয়ার' জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গবেষকরা দেখেছেন যে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সকালে ফলের রস পান করেছেন, তাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেয়েছে । এই গবেষণায় আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ডঃ ডেভিড জে লেভিন অংশগ্রহণ করেন ।

পাউরুটি: বাজারে যে ধরনের পাউরুটি ও বান পাওয়া যায় তার মধ্যে বেশি পরিমাণে চিনি, প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট, হাইড্রোজেনেটেড তেলের মতো বিভিন্ন উপাদান রয়েছে । তবে বিশেষজ্ঞরা বলেন, ডায়াবেটিস রোগীরা ব্রেকফাস্টে পাউরুটি খেলে তাদের সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে ।

সিরিয়াল ও মুসলি:কেউ কেউ সকালে দুধে কর্ন ফ্লেক্স ও মুসলি খান । তবে বাজারে যেগুলি পাওয়া যায় তার বেশির ভাগেই চিনির পরিমাণ বেশি । তাই চিকিৎসকদের মতে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ব্রেকফাস্টে এগুলি খাওয়া উচিত নয় ৷

কী কী খেতে পারেন ?

পুষ্টিবিদ ডঃ সুচরিতা সেনগুপ্ত বলেন, "সবজি ও ওটস দিয়ে চিল্লা, উপমা, পোহা, রুটি-তরকারি, দই-চিড়ে, ডিমের সাদা অংশ ইত্যাদি ডায়াবেটিস রোগীদোর জন্য খাওয়া ভালো হবে ৷ আপেল, ন্যাশপাতি, মাস্কমেলন, বেদানার মতো ফল প্রতিদিন একটা করে খেতে পারেন ৷"

আরও পড়ুন:

  1. গরমে ত্বকের সমস্যায় ভুগছেন ? ঘরোয়া উপায়ে পান পরিত্রাণ
  2. প্রতিদিন মুরগির মাংস খাচ্ছেন ? শরীরে বাসা বাঁধছে বড় রোগ
  3. রাতে গরম দুধে মিশিয়ে নিন এক চামচ ঘি, কয়েকদিনের মধ্যেই মিলবে আশ্চর্য ফলাফল
Last Updated : May 10, 2024, 10:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details