হায়দরাবাদ, 23 জুলাই:অভিনেত্রী সোনাক্ষী সিনহার জীবনে পরিবার সবার আগে ৷ ফলে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করার আগে তিনি চেয়েছিলেন পরিবারের অনুমতি ৷ জাহির ইকবাল গিয়েছিলেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহার কাছে অনুমতি নিতে ৷ কী হয়েছিল সেদিন, কী বলেছিলেন শত্রুঘ্ন সিনহা, এক সাক্ষাৎকারে সেদিনের কথা সামনে আনলেন জামাই তথা অভিনেতা জাহির ইকবাল ৷
তিনি বলেন, "আমি যখন ওনার কাছে গিয়েছিলাম এটা জানাতে যে আমি সোনাক্ষীকে প্রোপোজ করতে চাই, তখন আমি রীতিমত কাঁপছিলাম ৷ এমন মনে হচ্ছিল যে আমি কথা বলছি, আর উনি রেগে গিয়ে আমাকে বলে উঠলেন খামোশ ৷ কিন্তু তিনি এমন কিছুই করেননি ৷ খুব সুন্দরভাবে আমার সব কথা শুনেছেন ৷" কী কথা হয়েছিল তাঁদের মধ্যে ? সাক্ষাৎকারে জাহির বলেন, "আমি জানাই, আঙ্কল নিশ্চই আপনাকে সোনা বলেছে আমাদের বিষয়টা ৷ তখন তিনি বলেন, হ্যাঁ, জানি ৷ এরপর আমি বলি, আসলে ভাবছিলাম আমি সোনাকে প্রোপোজ করব ৷ তখন তিনি বলেন, ও আচ্ছা ৷ খুব ভালো খুব ভালো৷"