কলকাতা, 27 ডিসেম্বর: চলতি বছর অর্থাৎ 2024 সাল সাক্ষী রইল একাধিক অনভিপ্রেত ঘটনার। যার মীমাংসা হয়নি এখনও। যার মধ্যে যেমন রয়েছে রাহুল মুখোপাধ্যায় বনাম ফেডারেশনের ঘটনা, তেমনই আছে আরজি কর কাণ্ড, সিনে সংসারে একের পর এক নারী হয়রানির খবর, কাঞ্চন মল্লিকের মন্তব্যের জেরে অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার ফেরত। এক নজরে ফিরে দেখা যাক, সিনে ইন্ডাস্ট্রি ও বিতর্কের দিকে ৷
রাহুল মুখার্জি বনাম ফেডারেশন:
পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি চলচ্চিত্র পরিচালক রাহুলকে নিয়ে একটি বড় বিতর্কের মুখোমুখি। বাংলাদেশে গিয়ে সেখানকার টেকনিশিয়ান নিয়ে কাজ করার কারণে এখানকার বিধি লঙ্ঘনের অভিযোগে তিন মাস কাজ করতে পারেননি তিনি। তবে, ডিরেক্টরস গিল্ড 26 জুলাই 'নিষেধাজ্ঞা' তুলে নেয়। শুটিং ফ্লোরে রাহুল কাজে এলে সেদিন দেখা মেলেনি কোনও টেকনিশিয়ানের। এর প্রতিবাদে 29 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শামিল হন অধিকাংশ বাংলা চলচ্চিত্র পরিচালক। অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতো বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতারা রাহুলকে সমর্থন জানান ৷ বিতর্কের জল গড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত ৷ অভিযোগে উঠে আসে ফেডারেশনের দাদাগিরির বিষয় ৷ সেই নিয়ে এখনও তরজা জারি রয়েছে ৷ পাশাপাশি এখনও অবধি পরিচালক হিসেবে রাহুলের কাজের কোনও খবর মেলেনি।
আরজি কর কাণ্ড:
আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের আগুন জ্বলে বাংলায়। যা বাংলা পেরিয়ে ভিন রাজ্য এবং ভিন দেশেও প্রভাব বিস্তার করে। বিচার চেয়ে পথে নামেন আবালবৃদ্ধবনিতা। তালিকা থেকে বাদ যাননা সিনে দুনিয়ার তারকারাও ৷ মহিলা চিকিৎসকের উপর ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে রাত দখল করেন মহিলারা। সামিল হন বিদীপ্তা চক্রবর্তী থেকে দেবলীনা দত্ত, সোহিনী সরকার, দামিনী বেনি বসু, সোনালী চৌধুরী, ঊষসী চক্রবর্তী, চৈতী ঘোষাল সহ বাংলা বিনোদন দুনিয়ার আরও অনেকে ৷
প্রতিবাদের আগুন দিনে দিনে বাড়তে থাকে। মিছিলের পর মিছিলে শামিল হন অভিনেতা-অভিনেত্রীরা। গড়ে ওঠে অনশন মঞ্চ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অনশনে শামিল হন বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, চৈতী ঘোষাল, বীরসা দাশগুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। পথে নামেন লোপামুদ্রা মৈত্র থেকে শিলাজিৎ, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী সহ সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় আরও অনেকে।
স্বাধীনতা দিবসের রাতে টলি তারকারা রাত জেগেছেন হাসপাতাল চত্বরে । সোশাল মিডিয়ার পাশাপাশি একের পর এক প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছেন সোহিনী সরকার, শোলাঙ্কি রায়, বিদীপ্তা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, শোভন গঙ্গোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী, অলিভিয়া সরকারের মতো অভিনেতারা ৷
সিনে পাড়ায় যৌন হয়রানি: