হায়দরাবাদ, 14 জুলাই: হাতে আর মাত্র দু থেকে তিনমাস ৷ তারপরেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ভালোবাসায় ভাগ বসাতে আসছে ছোট্ট খুদে ৷ সিনেমা থেকে কিছু সময়ের বিরতি নিয়ে মাতৃত্বের এই জার্নি উপভোগ করছেন মস্তানি গার্ল ৷ সিনেমার শুটিং না করলেও সামাজিক নানা অনুষ্ঠানে দেখা যাচ্ছে দীপিকাকে ৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও তাঁর উপস্থিতি আলাদা করে নজর কাড়ল ৷ সেখানেই প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কিছুটা সময় কাটান দীপিকা ৷ হবু মাকে কী কোনও পরামর্শ দিলেন আরাধ্যা বচ্চনের মা, প্রশ্ন নেটপাড়ায় ৷
12 জুলাই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে চোখ ধাঁধানো অনন্ত-রাধিকার বিয়েতে দেশ-বিদেশের সেলেব থেকে রাজনীতিবিদরা উপস্থিত হন ৷ কয়েকদিন ধরে চলা অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ও ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷ সেখানেই ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ দীপিকাকে আদুরে ভালোবাসায় জড়িয়ে ধরেন ঐশ্বর্য ৷ দূর থেকে দীপিকার কানে কানে কিছু বলছেন বোঝাও যায় ৷ মিষ্টি সেই ভিডিয়ো দেখে আবেগে ভাসছেন অনুরাগীরা৷