ETV Bharat / entertainment

হামলার পর প্রথমবার প্রকাশ্যে সইফ, বললেন 'এরকম একটা ডাকাতির ছবিই চেয়েছিলাম' - SAIF ALI KHAN

16 জানুয়ারির রাতে দুষ্কৃতী হামলার পর প্রথমবার সকলের সামনে এলেন সইফ আলি খান ৷ এখন কেমন আছেন তিনি ? হাত নেড়ে বুঝিয়ে দিলেন অভিনেতা ৷

SAIF ALI KHAN
সইফ আলি খান (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 4, 2025, 3:00 PM IST

Updated : Feb 4, 2025, 3:09 PM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: পরিবারকে বাঁচাতে পতৌদি নবাব সইফ আলি খান নিজেই হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ 'এজেন্ট বিনোদ'। শরীরে ছ'বার ছুরিকাঘাত, অস্ত্রোপচার সামলে সুস্থ হয়েছেন বলি অভিনেতা ৷ চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি বিশ্রামেই ৷ তবে সোমবার রাতে অভিনেতা প্রথমবার প্রকাশ্য়ে এল 'নবাবিয়ানায়' ৷ সকলের সামনে এসে বললেন, "আমি এরকমই একটা ডাকাতির ছবি করতে চেয়েছিলাম ৷"

প্রিয় অভিনেতা কেমন আছেন ? তা জানতে উদগ্রীব ভক্তরা। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছোটে নবাব সইফ হাত নেড়ে বুঝিয়ে দিলেন, 'হি ইজ বেটার নাউ ৷' তিনি এখন সুস্থ ৷ হামলা নিয়ে একের পর এক প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যান সইফ। ঘাড়ে ব্যান্ডেজ, বাঁ-হাতে স্যালাইনের চ্যানেলে জায়গা কালো গার্ডে ঢাকা সইফ অনুরাগীদের বলেন, "অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে।"

উল্লেখ্য়, চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্য হিস্ট বিগিংস। একটি মূল্যবান হিরে চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'জুয়েল থিফ'। এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াত। সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল ৷ হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ।

সাংবাদিকদের তিনি বলেন, "এই সিনেমাটি নিয়ে আমি খুব উত্তেজিত। আমি সবসময়ই এরকমই একটা ছবি করতে চেয়েছিলাম, এর চেয়ে ভালো সহ-অভিনেতা আমি পেতাম না। ছবিটা অসাধারণ এবং আমি খুব উত্তেজিত ৷"

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: পরিবারকে বাঁচাতে পতৌদি নবাব সইফ আলি খান নিজেই হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ 'এজেন্ট বিনোদ'। শরীরে ছ'বার ছুরিকাঘাত, অস্ত্রোপচার সামলে সুস্থ হয়েছেন বলি অভিনেতা ৷ চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি বিশ্রামেই ৷ তবে সোমবার রাতে অভিনেতা প্রথমবার প্রকাশ্য়ে এল 'নবাবিয়ানায়' ৷ সকলের সামনে এসে বললেন, "আমি এরকমই একটা ডাকাতির ছবি করতে চেয়েছিলাম ৷"

প্রিয় অভিনেতা কেমন আছেন ? তা জানতে উদগ্রীব ভক্তরা। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছোটে নবাব সইফ হাত নেড়ে বুঝিয়ে দিলেন, 'হি ইজ বেটার নাউ ৷' তিনি এখন সুস্থ ৷ হামলা নিয়ে একের পর এক প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যান সইফ। ঘাড়ে ব্যান্ডেজ, বাঁ-হাতে স্যালাইনের চ্যানেলে জায়গা কালো গার্ডে ঢাকা সইফ অনুরাগীদের বলেন, "অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে।"

উল্লেখ্য়, চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্য হিস্ট বিগিংস। একটি মূল্যবান হিরে চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'জুয়েল থিফ'। এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াত। সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল ৷ হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ।

সাংবাদিকদের তিনি বলেন, "এই সিনেমাটি নিয়ে আমি খুব উত্তেজিত। আমি সবসময়ই এরকমই একটা ছবি করতে চেয়েছিলাম, এর চেয়ে ভালো সহ-অভিনেতা আমি পেতাম না। ছবিটা অসাধারণ এবং আমি খুব উত্তেজিত ৷"

Last Updated : Feb 4, 2025, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.