হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: পরিবারকে বাঁচাতে পতৌদি নবাব সইফ আলি খান নিজেই হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ 'এজেন্ট বিনোদ'। শরীরে ছ'বার ছুরিকাঘাত, অস্ত্রোপচার সামলে সুস্থ হয়েছেন বলি অভিনেতা ৷ চিকিৎসকের পরামর্শে আপাতত তিনি বিশ্রামেই ৷ তবে সোমবার রাতে অভিনেতা প্রথমবার প্রকাশ্য়ে এল 'নবাবিয়ানায়' ৷ সকলের সামনে এসে বললেন, "আমি এরকমই একটা ডাকাতির ছবি করতে চেয়েছিলাম ৷"
প্রিয় অভিনেতা কেমন আছেন ? তা জানতে উদগ্রীব ভক্তরা। ছুরিকাঘাতের ঘটনার পর সোমবার প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছোটে নবাব সইফ হাত নেড়ে বুঝিয়ে দিলেন, 'হি ইজ বেটার নাউ ৷' তিনি এখন সুস্থ ৷ হামলা নিয়ে একের পর এক প্রশ্ন হাসিমুখে এড়িয়ে যান সইফ। ঘাড়ে ব্যান্ডেজ, বাঁ-হাতে স্যালাইনের চ্যানেলে জায়গা কালো গার্ডে ঢাকা সইফ অনুরাগীদের বলেন, "অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে খুব ভালো লাগছে।"
#WATCH | Mumbai: Actors Saif Ali Khan and Jaideep Ahlawat promote 'Jewel Thief: The Heist Begins', their film that drops on Netflix. This was Saif Ali Khan's first public appearance after the stabbing attack on him at his residence. pic.twitter.com/q40uSHupiu
— ANI (@ANI) February 3, 2025
উল্লেখ্য়, চলতি বছরে নেটফ্লিক্স একসঙ্গে বেশ কয়েকটি সিনেমার নাম ঘোষণা করে। যার মধ্যে রয়েছে জুয়েল থিফ: দ্য হিস্ট বিগিংস। একটি মূল্যবান হিরে চুরির ঘটনা নিয়ে তৈরি হয়েছে 'জুয়েল থিফ'। এই ছবিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও জয়দীপ আহলাওয়াত। সেই উপলক্ষেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সইফ আলি খান। পরনে ছিল ডেনিম জিন্স আর শার্ট। ব্যাকব্রাশ করা চুল ৷ হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন সইফ।
#SaifAliKhan attends his first public event after the knife attack on him last month. It's good to see the actor back in action! 💯#FilmfareLens pic.twitter.com/RTMQLI1xTe
— Filmfare (@filmfare) February 3, 2025
সাংবাদিকদের তিনি বলেন, "এই সিনেমাটি নিয়ে আমি খুব উত্তেজিত। আমি সবসময়ই এরকমই একটা ছবি করতে চেয়েছিলাম, এর চেয়ে ভালো সহ-অভিনেতা আমি পেতাম না। ছবিটা অসাধারণ এবং আমি খুব উত্তেজিত ৷"