হায়দরাবাদ, 20 মার্চ: অর্জুন রেড্ডি তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে খুব ভালো সম্পর্ক কবীর সিং খ্যাত শাহিদ কাপুরের ৷ মুম্বইতে প্রাইম ভিডিয়োর ইভেন্টে তাঁদের ব্রোম্যান্সের একটি বিশেষ মুহূর্ত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । তারকাখচিত সন্ধ্যায় শাহিদ এবং বিজয়ের একে অপরের প্রতি স্নেহ ও ভালোবাসার নিবেদন ছিল অন্যতম আকর্ষণ ৷
ইভেন্ট চলাকালীন বিজয়ের নতুন ছবি ফ্যামিলি স্টারের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন শাহিদ কাপুর এবং তিনি বিজয়ের গালে একটি চুমু এঁকে দিয়ে তাঁর প্রতি ভালোবাসা জানান । ফ্যামিলি স্টার প্রেক্ষাগৃহে দেখানো শেষ হয়ে গেলে তা প্রাইম ভিডিয়োতে দেখতে পাওয়া যাবে ।
মঞ্চে তাঁদের এই ভালোবাসার মুহূর্ত চলাকালীন, শাহিদ কাপুর বিজয়ের প্রশংসা করে বলেন যে, তাঁকে ছাড়া অর্জুন রেড্ডি হওয়া সম্ভব ছিল না এবং অর্জুন রেড্ডি না থাকলে কবীর সিং হত না । এই হৃদয়গ্রাহী মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে এবং তা সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ।
ইভেন্টের ভাইরাল হওয়া ভিডিয়োগুলির একটিতে শাহিদকে বলতে দেখা যায়, "আমি বিজয়কে ধন্যবাদ জানাতে চাই । কিঁউকি তু না হোতা তো অর্জুন রেড্ডি না হোতি । অর অর্জুন রেড্ডি না হোতা তো কবীর সিং না হোতি । আমি তোমাকে ভালবাসি বিজয় । (তুমি না থাকলে, 'অর্জুন রেড্ডি' তৈরি হত না । আর 'অর্জুন রেড্ডি' না থাকলে 'কবীর সিং' তৈরি হত না)।"
শাহিদ কাপুর এই অনুষ্ঠানে তাঁর নতুন ছবি অশ্বত্থামার কথা ঘোষণা করেন এবং তিনি জনপ্রিয় শো ফরজির সাফল্য উদযাপন করেন এর পরিচালক রাজ এবং ডিকে-এর সঙ্গে । প্রাইম ভিডিয়োতে ফরজি 2023 সালের সবচেয়ে বড় ওপেনিং ছিল ।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অর্জুন রেড্ডির মাধ্যমে বিজয় দেবেরকোন্ডা যথেষ্ট প্রশংসা পেয়েছেন ৷ মুভিটি একটি বড় হিট হলেও দুর্ব্যবহার এবং বিষাক্ত পুরুষত্বের চিত্রায়নের জন্য সমালোচনার সম্মুখীন হতে হয় । পরবর্তীতে, এটিকে হিন্দিতে কবীর সিং হিসাবে পুনঃনির্মাণ করা হয়, এতে শাহিদ কাপুর এবং কিয়ারা আদবানী অভিনয় করেছিলেন, যা ছিল সেই সময় ব্লকবাস্টার ৷
আরও পড়ুন:
- ফারহানের বাড়িতে প্রিয়াঙ্কা-নিক, ফের চর্চা শুরু 'জি লে জরা' নিয়ে
- পুনের বিলাসবহুল বাড়ি ভাড়া দিলেন টাইগার, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন
- দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন