হায়দরাবাদ, 18 মে:মুম্বই ছাড়লেন সলমন খান ও জ্যাকলিন ফার্নান্দেজ ৷ বিমানবন্দরে ক্যামেরাবন্দি দু'জনেই ৷ তবে আলাদা আলাদা ৷ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করেন 'ভাইজান' ৷ অন্যদিকে, কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন জ্যাকলিনও ৷
এ দিন একটি নীল ডেনিম শার্ট, ধূসর ডেনিম প্যান্ট এবং একটি কালো টুপি পরা অবস্থায় দেখা গেয়েছে সলমনকে ৷ গাড়ি থেকে নেমেই সোজা বিমানবন্দরে ঢুকে যান তিনি ৷ সম্প্রতি মুম্বইয়ে তাঁর বাডির বাইরে গুলি চালানোর ঘটনার পর 'ভাইজানে'র নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে ৷ এ দিনও তাঁর সঙ্গে দেখা গেল একাধিক রক্ষীকে ৷ সলমন বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে ঘিরে ধরে ভিতরে নিয়ে যান ৷ সচরাচর পাপারাজ্জিদের সামনে পোজ দেন 'ভাইজান' ৷ অনুরাগীদের সেলফির চাহিদাও মেটান ৷ তবে হামলার ঘটনার পর থেকে মিডিয়া এবং ভক্তদের তাঁর থেকে দূরে রাখা হয় ৷ এ দিনও বিমানবন্দরে তার অন্যথা হল না ৷
তবে বাড়ির বাইরে হামলার প্রভাব কাজের উপর পড়তে দেননি ভাইজান ৷ তাঁর আসন্ন ছবি 'সিকান্দার' ৷ এখন মূলত সেই সিনেমার শুটিয়ে ব্যস্ত তিনি ৷ এই ছবিতে সলমনের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নাকেও। সাজিদ নাদিয়াওয়ালা প্রযোজনায় এবং এআর মুরুগাদোস পরিচালিত সিকান্দার 2025 সালের ইদে পর্দায় আসতে চলেছে ।
এ দিকে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ ৷ এ দিন নীল ডেনিম লং শার্টে চুল খোলা অবস্থায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে ৷ তাঁর উত্তেজনা প্রকাশ করে অভিনেত্রী জানান, "আমি এই বছর আবার কান চলচ্চিত্র উৎসবে যেতে পেরে খুব আনন্দিত ৷ বিএমডব্লিউ এর হাত ধরে আমি কান ফিল্ম ফেল্টিভ্যালের রেড কার্পেটে হাঁটব ৷ বিশ্ব দরবারে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবাসীদের প্রতিনিধিত্ব করা আমার কাছে গর্বের বিষয় ৷"
আরও পড়ুন:
- থ্রিডি মেটালিক পোশাকে বয়স থমকে ঐশ্বর্য'র, রেড কার্পেটে যেন এক 'সোনালী পরী'
- ভূস্বর্গের মাইলফলক ! কানে ঐতিহাসিক অভিষেক জম্মু ও কাশ্মীরের
- উজ্জ্বল দেশের মুখ ! কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করবেন কিয়ারা