মুম্বই, 28 ফেব্রুয়ারি: রণবীর সিং আর তাঁর পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা যেন একে অপরের পরিপূরক ৷ শুধুমাত্র অভিনয়গুণের জন্য নয়, 'গাল্লিবয়' প্রশংসিত তাঁর অনন্য ড্রেসিং সেন্সের জন্যেও ৷ অভিনেতার আসন্ন ছবি 'ডন 3' ৷ শাহরুখ খানের পরিবর্তে এবার রণবীর সিং যে ফারহান আখতারের 'ডন' হচ্ছেন সেকথা সিনে অনুরাগীদের অজানা নয়। তাঁর সঙ্গে কিয়ারা আদবানিও যে 'ডন 2' ছবিতে অভিনয় করছেন, তাও ঘোষণা হয়ে গিয়েছে ৷ তবে ছবির শুটিংয়ের আগে নায়ক রণবীর ডন অবতারে ধরা দিলেন ৷ সম্প্রতি পুরো 'ব্ল্যাকবয়' হয়ে বিমানবন্দরে দেখা গিয়েছে রিলের 'পেশোয়া বাজিরাও'কে ৷
মঙ্গলবার রাতে মুম্বইয়ে ফেরার পথে বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি ৷ শেয়ার হওয়া একটি ভিডিয়োয় অভিনেতাকে কালো সোয়েটপ্যান্ট এবং ম্যাচিং করা সাধারণ টি-শার্ট পরে থাকতে দেখা গিয়েছে। টি-শার্টের ওপরে রণবীর মখমলের হুডিও পরেছিলেন ৷ তাতে তিনি মাথাও ঢেকে রাখেন ৷ সঙ্গে কালো মাস্ক এবং একইরঙা চশমাও দিয়েছিলেন চোখে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেতার হাতে ছিল একটি হ্যান্ডব্যাগ আর পায়ে ছিল সাধারণ সাদা স্নিকার। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।