পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'এই জয় যতটা আমার ততটাই তোমার...' বিশ্বকাপ জয়ের পর বিরাট কৃতজ্ঞতা প্রকাশ - T20 World Cup - T20 WORLD CUP

Virat Thanks Anushka for support: জীবনের চড়াই-উতরাইয়ে বিরাট কোহলির পিছনে 'ব্যাক বোন' হয়ে সাপোর্ট দিয়ে গিয়েছেন স্ত্রী অনুষ্কা শর্মা ৷ টি-20 বিশ্বকাপ জয়ের পর অর্ধাঙ্গিনী অনুষ্কাকে নিয়ে বিরাটের আবেগঘন পোস্ট ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Virat Thanks Anushka for support
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 3:59 PM IST

হায়দরাবাদ, 1 জুলাই: হেরে যাওয়া বাজি জিতে 'সিকন্দর' হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল ৷ আনন্দ উদযাপনের সেই জের এখনও অব্যাহত ৷ পুরো টুর্নামেন্টে পাশে থাকার জন্য জীবনসঙ্গী অনুষ্কা শর্মার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ বিরাট কোহলির ৷ টি-20 বিশ্বকাপে বিরাটের উপর দিয়েও বয়ে গিয়েছে ট্রলের ঝড় ৷ সেই সময় অনুষ্কা যেভাবে তাঁর পাশে ছিলেন, তার প্রশংসা করেছেন বিরাট ৷

বার্বাডোজে বিশ্বকাপ জয়ে ইতিহাস তৈরির পর সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট বিরাটের ৷ ক্যানডিড পিকচার তুলে ধরে কোহলি লেখেন, "তোমাকে ছাড়া কোনও কিছু সম্ভব নয় ৷ তুমি আমাকে শিখিয়েছো, কীভাবে মাটির কাছাকাছি থাকতে, সততার সঙ্গে নিজের কাজ করে যেতে ৷ শিখিয়েছো যত খারাপ পরিস্থিতি হোক না কেন, উদার থাকতে ৷ তোমায় কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ৷ এই জয় যতটা আমার, ততটাই তোমার ৷ ধন্যবাদ পাশে থাকার জন্য ৷ সারাজীবন এইরকমই থেকো ৷"

আসলে বাড়িতে বসেই বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন অনুষ্কা ৷ দুর্ধর্ষ জয়ের পর তিনি কোহলির একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ পোস্টে লেখেন, "আর.... আমি ভালোবাসি এই মানুষটাকে ৷ তোমাকে আমার পরিবার ভাবতে পেরে কৃতজ্ঞ ৷ এখন যাও আর এই আনন্দ উদযাপনের জন্য আমার জন্য স্পার্কলিং ওয়াটার নিয়ে এসো ৷" বলিউডের পরীর এই মন্তব্যের পর শুভেচ্ছা বন্যা আসে নেটিজেনদেরও ৷

অনুষ্কা আরও একটি পোস্টে উল্লেখ করেন, কীভাবে তাঁদের মেয়ে ভামিকা টেলিভিশনে খেলোয়াড়দের কান্না দেখে চিন্তায় পড়ে গিয়েছিল ৷ অনুষ্কা লেখেন, "সমস্ত খেলোয়াড়দের টিভিতে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ছিল, তাঁদের আলিঙ্গন করার জন্য কেউ থাকবে তো ? হ্যাঁ, আমার সোনা, তাদের 1.5 বিলিয়ন মানুষ জড়িয়ে ধরেছে। কী অসাধারণ জয় এবং কী কিংবদন্তি অর্জন !! চ্যাম্পিয়নস- অভিনন্দন !!"

উল্লেখ্য, দীর্ঘ 13 বছর পর দেশকে আইসিসি ট্রফি এনে দেওয়ার অন্যতম চালিকাশক্তি নিঃসন্দেহে বিরাট কোহলি ৷ পুরো জার্নিতে অনুষ্কা শর্মা যেভাবে পাশে ছিলেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন কোহলি ৷

ABOUT THE AUTHOR

...view details