কলকাতা, 16 জুলাই: শহরের অনাথ শিশুদের সঙ্গে সময় কাটানোর পর এবার বর্ষীয়ানদের পাশে পর্দার 'সূর্য' তথা অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। 19 জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি। তার আগে ছবির প্রচারে ব্যস্ত বিক্রম এবং ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক।
ছবিতে বিক্রমের অর্থাৎ সূর্য নিজের না-পাওয়াগুলো অন্যদের উজাড় করে দিতে চান ৷ অন্যের জন্য নিজের জীবনের আনন্দ বিলিয়ে দেন তিনি ৷ আগুনে পুড়ে অন্যেকে আলো দেয় যে, তার নাম সূর্য। সম্প্রতি অনাথ শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন বিক্রম। তাদের সঙ্গে ছবি এঁকেছেন, কেক কেটেছেন। এবার তিনি সময় কাটালেন শহরের বেশ কয়েকজন বর্ষীয়ান নাগরিকদের সঙ্গে। তাঁদের সঙ্গে গল্প করলেন, আড্ডা দিলেন, শুনলেন তাঁদের পাওয়া না-পাওয়ার গল্প। মুছিয়ে দিলেন তাঁদের চোখের জল।
শহরে ইতিমধ্যেই বিক্রমের নতুন ছবির পোস্টার পড়েছে। বিক্রমকে নতুনভাবে দেখতে ফের আগ্রহী দর্শকরা। 'পারিয়া'তেও বিক্রম ধামাকা দেখিয়েছে তথাগত মুখোপাধ্যায়ের হাত ধরে ৷ এবার শিলাদিত্য মৌলিক তাঁর সঙ্গী। ইতিমধ্যেই ছবির মুক্তির আগে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন দক্ষিণী সুপারস্টার আর মাধবন।
ছবিতে কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ সূর্যর ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে, উমার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মধুমিতা সরকারকে ও দিয়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দর্শনা বণিককে। 19 জুলাই বড়পর্দায় মুক্তি পাবে 'সূর্য'। ছবির মুক্তির দিন আসন্ন। তাই জোরকদমে চলছে প্রচার । তবে, শিশুদের সঙ্গে সময় কাটানো বা বর্ষীয়ানদের সঙ্গে সময় কাটানোর মধ্যে প্রচারের উদ্দেশ্য নেই বলে দাবি ছবির পরিচালক এবং মুখ্য অভিনেতার।
উল্লেখ্য, 'পারিয়া' ছবি সফল হয়েছে বক্সঅফিসে ৷ পথকুকুরদের উপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ স্বরূপ পর্দায় আসে এই ছবি ৷ যা আলোড়ন ফেলে সব জায়গায় ৷ ছবির সাফল্য দেখে তার সিক্যুয়েল বানানোর সিদ্ধান্ত নেন পরিচালক তথাগত ৷ খুব শীঘ্রই আসবে 'পারিয়া 2' ৷ আপাতত 'সূর্য' নিয়ে ব্যস্ত অভিনেতা বিক্রম ৷