কলকাতা, 7 ডিসেম্বর: চিরকালই কলকাতাকে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ 'পরিণীতা' থেকে 'ভালো থেকো' কিংবা 'কাহানি', তাঁর ছবিতে ধরা পড়েছে অনন্য কলকাতার চিরন্তন রূপ ৷ আর তিলোত্তমার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি আর ট্রাম ৷ আসলে ট্রাম আর হলুদ ট্যাক্সি প্রায় বিলুপ্তির পথে ৷ 'চল রাস্তায় সাজি ট্রামলাইন...' আর হয়তো বলা হবে না ৷ কিংবা হলুদ ট্যাক্সির খোলা জানালায় বসে ভেসে যাওয়া যাবে না নস্ট্যালজিয়ার দুনিয়ায় ৷ কলকাতা শহরের অন্যতম এই দুটো জিনিসকেই ভীষণ মিস করতে চলেছেন বলে জানান বিদ্যা বালান ৷
30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচালক গৌতম হালদারের ছবি 'ভালো থেকো' দেখানো হয় ৷ 21 বছর পর সিনেপর্দায় নিজের প্রথম বাংলা ছবি দেখে আবেগতাড়িত হন অভিনেত্রী বিদ্যা বালান ৷ পাশাপাশি তিনি খবর রাখেন কলকাতার সাম্প্রতিক নানা ঘটনারও ৷ সেই প্রসঙ্গ তুলেই তিনি জানান হলুদ ট্যাক্সি আর ট্রাম তিনি ভীষণ মিস করবেন ৷
বিদ্যা বালান (ইটিভি ভারত) অভিনেত্রী বলেন, "আমি যখন ভুলভুলাইয়া 3 ছবির প্রোমোশনের জন্য এসেছিলাম তখনও হলুদ ট্যাক্সিতে চড়েছি ৷ কার্তিক আরিয়ান আর আমি হলুদ ট্যাক্সির উপর উঠে ছবি তুললাম ৷ তাও আবার হাওড়া ব্রিজে ৷ আসলে এমন কিছু ছবি বা স্মৃতি থাকে যার সঙ্গে কলকাতা জুড়ে থাকে ৷ যেমন ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফুচকা, হলুদ ট্যাক্সি ৷ আমি মিস করব ৷ কলকাতার রাস্তায় আর হলুদ ট্যাক্সি দেখতে পাব না, এমন খবরে আমার মন ভেঙে গিয়েছে ৷ অভিনেত্রী এরপর বলেন, "শুনলাম ট্রামও নাকি আস্তে আস্তে কমে যাচ্ছে ৷ আমি এই দুটোকেই ভীষণ মিস করব ৷"
শুধু তাই নয় বাংলা তথা কলকাতার মানুষ তাঁর খুব কাছের, এমন কথাই তিনি জানালেন। বাংলার মানুষের সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে সবথেকে বেশি ভালোবাসেন তিনি। বিদ্যা বলেন, "লোকে আমাকে প্রবাসী বাঙালি বলে। কিন্তু বিশ্বাস করুন আমি মনে প্রাণে খাঁটি বাঙালি। নলেন গুড়ের সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে।"
বিদ্যার কাছে এদিন ইটিভি ভারতের তরফে প্রশ্ন যায়, আবার কবে বাংলা ছবিতে দেখা যাবে তাঁকে। অভিনেত্রী বলেন, "গত এক বছরে কোনও কাজ নিয়ে কথা হয়নি। কাজ এলে নিশ্চয়ই করব। আমি সবসময়ই বাংলা সিনেমার আশায় থাকি। তবে হিন্দি ছবিতেও বাঙালি চরিত্র পাই, এভাবেই বাংলার সঙ্গে জুড়ে থাকতে পারি। এটাই প্রাপ্তি।"