পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অতিরিক্ত ওজন-খারাপ ফ্যাশন-ছবি ফ্লপ, বিদ্যার স্মৃতিতে আজও টাটকা 'দু:সময়' - Vidya Balan - VIDYA BALAN

Vidya Balan on her Struggle: বলিউডে দেখতে দেখতে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ তবে তাঁকেও শরীর থেকে ফ্যাশনের নানা বিষয় নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে ৷ কীভাবে নিয়ন্ত্রণ করেছিলেন সেই পরিস্থিতি, কেমন ছিল মনের অবস্থা ? মুখ খুললেন অভিনেত্রী ৷

Etv Bharat
অভিনেত্রী বিদ্যা বালান

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:28 PM IST

হায়দরাবাদ, 13 এপ্রিল: গ্ল্যামার দুনিয়ায় আলোর ঝলকানি সকলের চোখ ঝলসে দেয় ৷ কিন্তু আলোর নীচে অন্ধকার যে কতটা গাঢ় হতে পারে তা আন্দাজ করাও কঠিন ৷ জীবনের সেই সময়টা কেমন ছিল তা তুলে ধরলেন অভিনেত্রী বিদ্যা বালান ৷ সম্প্রতি 'দো অউর দো প্যায়ার' ছবির প্রচারে তিনি উপস্থিত ছিলেন এক অনুষ্ঠানে ৷ সঙ্গে ছিলেন সহ-অভিনেতা প্রতীক গান্ধি ৷ সেখানেই তিনি সামনে আনেন রূপোলি পর্দায় তাঁর লড়াইয়ের সফরনামা ৷

অনুষ্ঠানে বিদ্যা বলেন, "অস্বীকার করার উপায় নেই আমার অতিরিক্ত ওজন ও ফ্যাশন সেন্সের জন্য অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এমনকী, যাঁরা এই ধরনের কথা বলতেন তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও নষ্ট হয়ে গিয়েছিল ৷ দুঃস্বপ্ন তারা করে বেড়াতো ৷" নিজের অতীত জীবনে ফিরে গিয়ে বিদ্যা জানান, যখন তিনি বাড়ি থেকে বেরোতেন তাঁর মা মাথা-থেকে পা পর্যন্ত দেখে নিতেন ৷ কারণ তিনি নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়েছিলেন ৷ ক্রমশ অবসাদ বাড়ছিল তাঁর ৷ তিনি বলেন, "সত্যি কথা বলতে, আমার ওজনের কারণে সব রকমের পোশাকে মানাচ্ছে কি না, তা নিয়ে চিন্তায় থাকতাম ৷ তারপর মনে হতে থাকে, আমি যাই পড়ি না কেন, যেমনই লাগুক না কেন, তাতে কার কী যায় আসে ?"

তিনি আরও জানান, কীভাবে দিনের দিন এই ফিল্ম ইন্ডাষ্ট্রিতেই পেজ থ্রি-র পাতায় তিনি গসিপের বিষয় হয়ে উঠতেন ৷ কীভাবে তাঁকে নিয়ে নেতিবাচক প্রচার হত সব সময় ৷ তবে ধীরে ধীরে নিজেকে শক্ত করেছেন ৷ মন দিয়েছেন অভিনয়ে ৷ নেতিবাচক মন্তব্যগুলিকে জীবন থেকে দূরে সরিয়েছেন ৷ অভিনেত্রী বিদ্যা বলেন, "আজকে আমার যেটা মন চায় সেটাই পরি ৷ যেটা করতে ইচ্ছা করে সেটাই করি ৷ আমি এখন ভাবি না, কে কী বলল ৷ ফিরে আসে আত্মবিশ্বাস ৷ এখন সকলে আমার স্টাইল দেখে অভিভূত হয় ৷"

1995 সালে হাম পাঁচ সিরিয়াল দিয়ে অভিনয় জগতে পা রাখেন বিদ্যা ৷ এরপর 2003 সালে তিনি রপেন বাংলা ছবি 'ভালো থেকো' ৷ সেই ছবিতে নবাগতা বিদ্যা নজর কাড়েন অনেকের ৷ এরপর 2005 সালে প্রদীপ সরকার পরিচালিত 'পরিণীতা' বিদ্যা বালানকে নিয়ে আসে লাইমলাইটে ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ৷ আজ তিনি অভিনয় দিয়ে খ্যাতির যে শিখরে রয়েছেন, তাতে ফ্যাশন সেন্স বা জিরো ফিগার নিয়ে আর কেউ প্রশ্ন করা বা সমালোচনা করার সাহস পান না ৷

ABOUT THE AUTHOR

...view details