হায়দরাবাদ, 20 ডিসেম্বর:ওটিটি-র দৌলতে দক্ষিণের অনেক ছবি জনপ্রিয় হচ্ছে দর্শক দরবারে ৷ ভাষাগত সমস্যা থাকলেও শুধুমাত্র চিত্রনাট্য ও অভিনয়ের দৌলতে লোকে মুখে ছড়িয়ে পড়ছে দক্ষিণী সিনেমার নাম ৷ তেমনই এক কন্নড় সিনেমা মুক্তি পেয়েছে ৷ছবির নাম 'ইউআই দ্য মুভি' ৷ হিন্দিতেও ডাবড হয়েছে এই ছবি ৷
ছবির বিষয়বস্তু ডাইস্টোপিয়ান ফিউচার (2040) ৷ অর্থাৎ ছবির গল্প এগিয়েছে 2040 সালকে কেন্দ্র করে ৷ অ্যাকশন, রাজনীতির মারপ্যাঁচের পাশাপাশি দর্শকদের কাছে উপরি পাওনা ছবির ভিজ্যুয়াল এফেক্টস ৷ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ছবি ঘিরে ৷ এক হ্যান্ডেলে (টুইটার) কি বলছেন হলফেরত দর্শকরা, টিকিট কাটার আগে জেনে নিন ৷
ছবির মুখ্য অভিনেতা উপেন্দ্র ৷ নয় বছর পর তিনি ফের ছবি পরিচালনা করেছেন ৷ ফলে উপেন্দ্র অনুরাগীদের মধ্যে ছবি ঘিরে উত্তেজনা ছিল ৷ উপেন্দ্রের শক্তিশালী অভিনয় এবং পরিচালক হিসেবে অনন্য দৃষ্টিভঙ্গির জন্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ইউআই ছবি ৷ এক অনুরাগী লিখেছেন, "দ্য ভিনটেজ উপেন্দ্র শক্তিশালী বার্তা নিয়ে ফিরে এসেছেন। প্রথমভাগ আকর্ষণীয়, পারফরম্যান্স সেরা! সত্যিকারের উপেন্দ্র অনুরাগীদের অবশ্যই দেখা উচিত!"