পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অসাধারণ ভিএফএক্স, অনবদ্য পরিচালনা, 'ইউআই দ্য মুভি' দেখে আর কী বলছে নেটপাড়া? - UI THE MOVIE X REVIEW

দক্ষিণের ছবি 'ইউআই দ্য মুভি' নজর কাড়ল দর্শকদের ৷ অন্যরকম ছবি যাঁরা পছন্দ করেন তাঁদের কাছে এই ছবির গল্প ভাবাবে ৷

UI The Movie X Review
'ইউআই দ্য মুভি' (মুভি পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : 11 hours ago

হায়দরাবাদ, 20 ডিসেম্বর:ওটিটি-র দৌলতে দক্ষিণের অনেক ছবি জনপ্রিয় হচ্ছে দর্শক দরবারে ৷ ভাষাগত সমস্যা থাকলেও শুধুমাত্র চিত্রনাট্য ও অভিনয়ের দৌলতে লোকে মুখে ছড়িয়ে পড়ছে দক্ষিণী সিনেমার নাম ৷ তেমনই এক কন্নড় সিনেমা মুক্তি পেয়েছে ৷ছবির নাম 'ইউআই দ্য মুভি' ৷ হিন্দিতেও ডাবড হয়েছে এই ছবি ৷

ছবির বিষয়বস্তু ডাইস্টোপিয়ান ফিউচার (2040) ৷ অর্থাৎ ছবির গল্প এগিয়েছে 2040 সালকে কেন্দ্র করে ৷ অ্যাকশন, রাজনীতির মারপ্যাঁচের পাশাপাশি দর্শকদের কাছে উপরি পাওনা ছবির ভিজ্যুয়াল এফেক্টস ৷ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ছবি ঘিরে ৷ এক হ্যান্ডেলে (টুইটার) কি বলছেন হলফেরত দর্শকরা, টিকিট কাটার আগে জেনে নিন ৷

ছবির মুখ্য অভিনেতা উপেন্দ্র ৷ নয় বছর পর তিনি ফের ছবি পরিচালনা করেছেন ৷ ফলে উপেন্দ্র অনুরাগীদের মধ্যে ছবি ঘিরে উত্তেজনা ছিল ৷ উপেন্দ্রের শক্তিশালী অভিনয় এবং পরিচালক হিসেবে অনন্য দৃষ্টিভঙ্গির জন্য ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়ে নিচ্ছে ইউআই ছবি ৷ এক অনুরাগী লিখেছেন, "দ্য ভিনটেজ উপেন্দ্র শক্তিশালী বার্তা নিয়ে ফিরে এসেছেন। প্রথমভাগ আকর্ষণীয়, পারফরম্যান্স সেরা! সত্যিকারের উপেন্দ্র অনুরাগীদের অবশ্যই দেখা উচিত!"

আর এক অনুরাগী লিখেছেন, "ইউআই একটা কমপ্লেক্স ৷ অবচেতন যুদ্ধ যা আমাদের আজকের বিশ্বের বিধ্বস্ত অবস্থার সঙ্গে মিলে যায় ৷ উপ্পি সত্যিই নতুন কিছু দেখানোর চেষ্টা করেছেন ৷" ছবির টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বললে ব্যাকগ্রাউন্ড স্কোর, ভিজ্যুয়াল এককথায় অনবদ্য ৷ যারা ট্রেলার দেখেছেন, তার কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন ৷ এক অনুরাগী এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ইউনিক সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স ৷"

তবে বেশ কিছু নেটজেন ছবির দেখার পর হতাশাও প্রকাশ করেছেন ৷ দুর্বল চিত্রনাট্যের সমালোচনা করেছেন তারা ৷ এক নেটিজেন লেখেন, "ছবির শুরুটা দারুণ হলেও সেকন্জ হাফে ন্য়ারেশন দুর্বল হয়ে পড়ে ৷" আর একজন লিখেছেন, "উপেন্দ্রর অভিনয় এককথায় অনবদ্য ৷ তবে ছবির চিত্রনাট্য় বেশ দুর্বল ৷"

ফলে 'ইউ দ্য মুভি' প্রেক্ষাগৃহে দেখার মত সোশাল মিডিয়ায় ছবির প্রতিক্রিয়া নিয়ে দুটি ভাগ হয়ে গিয়েছে ৷ একদিকে যখন কিছু নেটিজেন উপেন্দ্রর অভিনয় ও পরিচালনার প্রশংসা করছেন অন্যদিকে কিছু নেটিজেন দুর্বল চিত্রনাট্য বলে সমালোচনা করছেন ৷ তবে ছবির ভিজ্যুয়াল এফেক্টস ও অভিনয় দর্শক মনে ছাপ ফেলবে, এমনটাই আশা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details