মুম্বই, 17 মার্চ: ফ্যাশন দুনিয়ায় নতুন কী চমক আসছে, নতুন কী কী কালেকশন আসছে, তার আগাম বার্তা নিয়ে আসে ল্যাকমে ফ্যাশন উইক ৷ নানা ডিজাইনের নজরকাড়া কালেকশন সামনে নিয়ে আসেন বলিউড তারকারা ৷ জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই বছরও আয়োজন করা হয় জনপ্রিয় এই ফ্যাশন শো'য়ের ৷ শান্তনু মেহরা ও নিখিল মেহরার ডিজাইন করা পোশাকে ফ্রেমবন্দি হলেন অ্যানিম্যাল খ্যাত অভিনেত্রী তৃপ্তি দামরি ৷ কেমন ছিল অভিজ্ঞতা, জানালেন অভিনেত্রী ৷
এদিনের শোয়ে শান্তনু-নিখিল তুলে ধরেন মহিলা সত্ত্বার অন্য একটি দিক ৷ যার টাইটেল দেওয়া হয়েছে 'তুমি' (ইউ) ৷ শো-স্টপার তৃপ্তি জানিয়েছেন, এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে দুর্দান্ত অভিজ্ঞতা হয়েছে তাঁর ৷ তিনি বলেন, "আত্মবিশ্বাসী হওয়া এবং নিজস্ব সৌন্দর্যকে দেখার সহজাত ভাবনা আরও বেশি শক্তিশালী করে তোলে ৷ একজন আত্মবিশ্বাসী মহিলার চেয়ে সুন্দর আর কিছুই হয় না ৷ আমি বরাবরই শান্তনু ও নিখিলের কাজ ভালোবাসি ৷ ফলে যখন তাঁদের ডিজাইন করা পোশাকে আমি নিজেকে মেলে ধরেছি, তখন ভিতর থেকে আত্মবিশ্বাস অনুভব করেছি ৷"
তৃপ্তিকে এদিন দেখা গিয়েছে, কালো রঙের লেস-করসেট বডিস, লং-ফিগার হাগিং সিক্যুয়েন্ড স্কার্টের সঙ্গে কালো রঙের লেস গ্লোভসে ৷ হালকা মেকআপে নজর কেড়েছে স্পোকি আইস ৷ ডিজাইনাররা জানিয়েছেন এই শো'য়ে তাঁদের লক্ষ্য ছিল, স্থিতিস্থাপকতা স্থাপন এবং ব্যক্তিত্ব -দৃঢ়তার ভিত্তিতে মহিলাদের অদম্য চেতনার উদযাপন করা ৷ ডিজাইনার নিখিল বলেন, "আমাদের দুই ভাইকে অন্যরকমভাবে মানুষ করেছেন বাবা-মা ৷ শান্তনু ও আমি যখন ছোট ছিলাম, আমরা সবকাজ একসঙ্গেই করতাম ৷ পরিবার শিখিয়েছে, কোনও কাজ একা করা সম্ভব নয় ৷ সকলকে সঙ্গে নিয়ে কাজ করাই আসল বিষয় ৷ ফলে আমি এবং আমার ভাই এই ফ্যাশন দুনিয়ায় একটা পরিবার তৈরি করে নিয়েছি নিজেদের মতো করে ৷"
মূলত বুধবার অর্থাৎ, 13 মার্চ শুরু হয়েছে এই ফ্যাশন শো ৷ চলবে 17 মার্চ অর্থাৎ রবিবার পর্যন্ত ৷ তৃতীয় দিনে ফ্যাশনের মঞ্চ কাঁপিয়েছেন রাজকুমার রাও, পত্রলেখা, নেহা ধুপিয়া, মীরা কাপুর, উরফি জাভেদ ৷ এবারের ফ্যাশন শো'য়ে তুলে ধরা হয়েছে স্প্রিং-সামার কালেকশন ৷