কলকাতা, 6 জুলাই: বাংলাদেশে সাড়া জাগিয়ে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে রায়হান রফি পরিচালিত 'তুফান'। যে ছবিতে জুটি বেঁধেছেন ওপারের সুপারস্টার শাকিব খান এবং এপারের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে শাকিবের এই ছবিতে দু'জন নায়িকা। একজন মিমি এবং অন্যজন নাবিলা ৷ এই প্রথম বাংলাদেশের ছবিতে অভিনয় করলেন মিমি চক্রবর্তী। আর অভিষেকেই পাশে পেয়েছেন পদ্মাপাড়ের সুপারস্টারকে। ওপার বাংলার পাশাপাশি এদেশেও ছবির সাফল্য কামনায় শনিবার সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিলেন মিমি।
ভারতেও উঠুক 'তুফানি ঢেউ', মনস্কামনা নিয়ে কালীঘাট মন্দিরে মিমি - MIMI VISITS KALIGHAT TEMPLE - MIMI VISITS KALIGHAT TEMPLE
Mimi Chakraborty Offers Puja at Kalighat Temple: ভারতে ইতিমধ্যেই দর্শক-অনুরাগীদের মনে তুফান ছবির 'উরা ধুরা' ও 'দুষ্টু কোকিল' গানে ঝড় তুলেছে ৷ বাংলাদেশের পর ভারতেও এই ছবির সাফল্য কামনায় শনিবার সকাল সকাল কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিলেন মিমি চক্রবর্তী।
Published : Jul 6, 2024, 2:52 PM IST
গাঢ় গোলাপি রংয়ের সালোয়ার কামিজ পরে এদিন মায়ের মন্দিরে যান তিনি। ভক্তিভরে দেন পুজো। 'তুফান' ছবির ডান্স নম্বর 'দুষ্টু কোকিল' গানের সঙ্গে তাঁর নাচে মাতোয়ারা এপার-ওপার দুই বাংলাই ৷ একইসঙ্গে 'উড়া ধুরা' গানের নাচও তাঁকে অন্যভাবে হাজির করেছে দর্শকের সামনে। শাকিবের সঙ্গে জুটি বেঁধে খুশি মিমি। শাকিব-সহ পুরো ইউনিটের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন তা জানতে চাইলে মিমি বলেন, 'উড়া ধুরা' অর্থাৎ 'ফাটাফাটি'।
প্রসঙ্গত, কলকাতায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলা সিনেমার হাল হকিকত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "এমন অনেকেই আছেন যাঁরা ছবি তুলতে চান পাশে দাঁড়িয়ে। ওদিকে বলেন, "আমি তো বাংলা সিনেমা দেখি না। কিন্তু তাঁরা টলিউডের অভিনেত্রীর সঙ্গে আবার ছবি তুলতে চান।" মিমি ক্ষোভের সুর চড়িয়ে আরও বলেন, "আমরা যদি অনর্গল কোনও সাংবাদিক সম্মেলনে এসে হিন্দি বা ইংরেজিতে কথা বলি তখন সেটা নিয়েও কথা হবে, সমালোচনা হবে যে আমরা কেন বাংলায় কেন কথা বললাম না। ঝড় উঠবে সোশাল মিডিয়ায়। ভরে যাবে কমেন্ট বক্স। আমার মতে বাংলার প্রতি ভালোবাসা কমেন্ট বক্সে না-দেখিয়ে সিনেমা হলে দেখান। তা হলেই বাংলা ভাষাকে ভালোবাসা হবে।"