কলকাতা, 31 অগস্ট: সিনেমার কণ্ঠরোধ? কলকাতা হাইকোর্টে ছবি মুক্তি নিয়ে ক্লিনচিট পেলেও বাংলায় প্রেক্ষাগৃহ পেল না সনোজ মিশ্রর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ৷ পশ্চিমবঙ্গের কোথাও এই ছবি একটিও সিনেমা হল পায়নি বলে জানা গিয়েছে ৷ গত বছরের মতো একই ঘটনার পুনরাবৃত্তি ৷ সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি'র মুক্তি নিয়ে গতবছর আইনি লড়াই নজরে আসে ৷
দেশব্যাপী 600টিরও বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি। দিল্লি, মুম্বই এবং দক্ষিণে দাপিয়ে বেড়াচ্ছে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। আদালত ছবিটি বাংলায় মুক্তির অনুমতিও দেয় ৷ তাও বাংলায় হল পেল না এই ছবি। নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানির কথায়, "এই ছবিটি দেখানোর জন্য আমার সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। আমি মনে করি এই ধরনের বিতর্কিত ছবি না দেখানোই ভালো।"
অশোকা সিনেমার কর্ণধার বলেন, "এইরকম বিতর্কিত ছবি কে দেখাবে? বাংলাতে তো রিলিজই করেনি।" ওদিকে বিতর্ক থেকে দূরে থাকতে চান মিনার, বিজলী ও ছবিঘরের মালিক সুরঞ্জন পাল। সূত্রের খবর, ছবিটির প্রযোজক বাংলায় এটি মুক্তি দিতে চাননি। তাই তিনি সেটির ডিস্ট্রিবিউশনে জন্য দরবার করেননি পরিবেশক বাবলু দামানির কাছে। এমনও জানা গিয়েছে 'ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন' (ইআইএমপিএ)-এর সভাপতি পিয়া সেনগুপ্তর সঙ্গেও প্রযোজক যোগাযোগ করেননি।
সহজ কথায় বাংলার কোনও সিনেমা হল সনোজ মিশ্রের ছবি প্রদর্শন করেনি শুক্রবার। ছবিটির ট্রেলার আসার পরেই তার মুক্তি আটকানোর জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল ৷ কলকাতা হাইকোর্ট এই ব্যাপারে কোনওরকমের হস্তক্ষেপ করতে রাজি হয়নি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মত, ‘রাজ্যের মানুষ অনেক সহনশীল, তাঁদের বিচার বিবেচনার উপর ছেড়ে দিন’।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিসি এস শিবজ্ঞানম বলেন, ‘সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। ইচ্ছে হলে দর্শক দেখবে, না ইচ্ছে হলে দেখবে না। গণতান্ত্রিক দেশে এটাই হওয়া উচিত। কেউ তো কারও উপরে কিছু চাপিয়ে দিচ্ছে না। সমালোচনার অধিকার সকলের রয়েছে।" তারপরেও বাংলাতে একটাও প্রেক্ষাগৃহ পেল না এই ছবি ৷