পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল এবার জাতীয়স্তরে ! সিনেপ্রেমীদের জন্য বড় খবর - TELANGANA BENGALI FILM FESTIVAL

শুরু হল তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 । সুপারস্টার অফ দ্য ইয়ার-এর পুরস্কার তুলে দেওয়া হয় আবির চট্টোপাধ্যায়ের হাতে ৷

TELANGANA BENGALI FILM FESTIVAL
চলচ্চিত্র উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 8, 2025, 10:33 AM IST

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: নিজামের শহরে সিনেমার উৎসব এবার জাতীয় স্তরের। তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 পা-দিয়েছে সপ্তম বর্ষে। আগামী বছর এই ফেস্টিভ্যালকে আরও বড় স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ কর্তৃপক্ষের। যৌথভাবে ফেস্টিভ্যালের আয়োজন করেছে হায়দরাবাদ বাঙালি সমিতি ও তেলেঙ্গানা সরকারের সংস্কৃতি বিভাগ। চলচ্চিত্র উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷

গতবারের মতো এবারও তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে সাজো সাজো রব। এবার চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে 8টি বাংলা সিনেমা ৷ শুক্রবার, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিনেমা উদযাপনের উৎসব । চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএএস অফিসার জয়েশ রঞ্জন (চিফ সেক্রেটারি অফ ইন্ডাস্ট্রিস অ্যান্ড কমার্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অফ তেলেঙ্গানা গভর্মেন্ট), কিমস হাসপাতালের কর্ণধার রঘুরাম পিল্লারেশেট্টি, তেলেঙ্গানার ভাষা ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর মামিদি হরিকৃষ্ণা। পাশাপাশি উপস্থিত ছিলেন, টলিউডের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায় ৷

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল এবার জাতীয়স্তরে (ইটিভি ভারত)

এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে শুরু হয় সিনেমার উৎসব। পাশাপাশি, ভারতীয় সিনেমার শো-ম্যান রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ নৃত্যানুষ্ঠানের।

সুপারস্টার অফ দ্য ইয়ার-এর পুরস্কার তুলে দেওয়া হল আবির চট্টোপাধ্যায়ের হাতে (ইটিভি ভারত)
  • হায়দরাবাদ বাঙালি সমিতির জেনারেল সেক্রেটারি জয় কুমার দত্ত জানান, আগামিদিনে এই চলচ্চিত্র উৎসবকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁদের ৷
  • তেলেঙ্গানার ভাষা ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর মামিদি হরিকৃষ্ণা জানান, বাংলায় তেলুগু সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। হায়দরাবাদেও বাংলা সিনেমা ছড়িয়ে পড়ুক। এমনটাই তাঁরা চাইছেন । তবে নিজামের শহরে বাংলা সিনেমা খুব কমই মুক্তি পায়। সেক্ষেত্রে এই ধরনের সিনেমার উৎসব যথেষ্ট আকর্ষণীয়। তার মধ্যে বাংলা সিনেমার শো-সংখ্যা বাড়ানোর বিষয় নিয়ে আশার কথা শুনিয়েছেন মামিদি হরিকৃষ্ণা ৷

এর আগে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছিল অপর্ণা সেন, রাখি গুলজার, মমতা শঙ্কর, মুনমুন সেন ও জয়প্রদার মতো অভিনেত্রীদের হাতে। চলতি বছর একটু আলাদা।

টলিউডের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)

টিবিএফএফ আয়না 2025 সুপারস্টার অফ দ্য ইয়ার-এর পুরস্কার তুলে দেওয়া হয় আবির চট্টোপাধ্যায়ের হাতে। পাশাপাশি এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তাঁর অভিনীত ছবি 'ডিপ ফ্রিজ'। আবির বলেন, "আমি দ্বিতীয়বার এই চলচ্চিত্র উৎসবে আসার সুযোগ পেয়েছি। এর জন্য আয়োজকদের কাছে ভীষণ কৃতজ্ঞ। বাংলা সিনেমা বাংলা ও কলকাতার বাইরের দর্শকের কাছে পৌঁছে গেলে তা সত্যিই মন ভালো করে দেয়। পাশাপাশি, তেলুগু সিনেমা থেকে শেখা উচিত কীভাবে ছরি কনটেন্ট আঞ্চলিক বাজারকে ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়।"

তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল (ইটিভি ভারত)

উল্লেখ্য, অর্জুন দত্ত পরিচালিত ডিপফ্রিজ ছবিতে আবিরের পাশাপাশি মুখ্যচরিত্রে রয়েছেন তনুশ্রী চক্রবর্তীও। এবার মোট 8টি বাংলার সিনেমার মধ্যে রয়েছে ৷ সেগুলি হল- 'নানা হে', 'মানিকবাবুর মেঘ', 'ডিপ ফ্রিজ', 'দোআঁশ', 'পদাতিক', 'চালচিত্র', 'এটা আমাদের গল্প' ও 'পদাতিক' ৷ এছাড়াও রয়েছে দু'টি তেলুগু সিনেমা ।

'গ্যাংস্টার' ও 'শারাতুলু ভারতিসতায়ী'র পরিচালক বিনোদন জগতে নবাগত। তাঁদের ছবি এই ফেস্টিভ্যালে নির্বাচিত হওয়াও একটা আনন্দের বিষয় ৷ শুক্রবার প্রথমদিন অর্থাৎ 7 ফেব্রুয়ারি পরিচালক শ্যাম বেনেগলকে শ্রদ্ধা জানিয়ে দেখানো হয় 'সূরজ কা সাতবাঁ ঘোড়া'। এদিন, মহানায়ক উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ এক প্রদর্শনীরও আয়োজন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details