হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: নিজামের শহরে সিনেমার উৎসব এবার জাতীয় স্তরের। তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না 2025 পা-দিয়েছে সপ্তম বর্ষে। আগামী বছর এই ফেস্টিভ্যালকে আরও বড় স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগ কর্তৃপক্ষের। যৌথভাবে ফেস্টিভ্যালের আয়োজন করেছে হায়দরাবাদ বাঙালি সমিতি ও তেলেঙ্গানা সরকারের সংস্কৃতি বিভাগ। চলচ্চিত্র উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
গতবারের মতো এবারও তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে সাজো সাজো রব। এবার চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে 8টি বাংলা সিনেমা ৷ শুক্রবার, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিনেমা উদযাপনের উৎসব । চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএএস অফিসার জয়েশ রঞ্জন (চিফ সেক্রেটারি অফ ইন্ডাস্ট্রিস অ্যান্ড কমার্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অফ তেলেঙ্গানা গভর্মেন্ট), কিমস হাসপাতালের কর্ণধার রঘুরাম পিল্লারেশেট্টি, তেলেঙ্গানার ভাষা ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর মামিদি হরিকৃষ্ণা। পাশাপাশি উপস্থিত ছিলেন, টলিউডের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায় ৷
এদিন প্রদীপ প্রজ্জ্বোলনের মধ্যদিয়ে শুরু হয় সিনেমার উৎসব। পাশাপাশি, ভারতীয় সিনেমার শো-ম্যান রাজ কাপুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ নৃত্যানুষ্ঠানের।
- হায়দরাবাদ বাঙালি সমিতির জেনারেল সেক্রেটারি জয় কুমার দত্ত জানান, আগামিদিনে এই চলচ্চিত্র উৎসবকে আরও বড় করার পরিকল্পনা রয়েছে তাঁদের ৷
- তেলেঙ্গানার ভাষা ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর মামিদি হরিকৃষ্ণা জানান, বাংলায় তেলুগু সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। হায়দরাবাদেও বাংলা সিনেমা ছড়িয়ে পড়ুক। এমনটাই তাঁরা চাইছেন । তবে নিজামের শহরে বাংলা সিনেমা খুব কমই মুক্তি পায়। সেক্ষেত্রে এই ধরনের সিনেমার উৎসব যথেষ্ট আকর্ষণীয়। তার মধ্যে বাংলা সিনেমার শো-সংখ্যা বাড়ানোর বিষয় নিয়ে আশার কথা শুনিয়েছেন মামিদি হরিকৃষ্ণা ৷