পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভালোবাসা জারি রাখছে 'তালমার রোমিও জুলিয়েট', মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় - TALMAR ROMEO JULIET SONGS

হইচই প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে 'তালমার রোমিও জুলিয়েট' ৷ সামনে এল সিরিজের নতুন গান ৷ সুরঙ্গনা, দেবরাজের কণ্ঠে গান শুনে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় ৷

Bhalobasha Jaari Achhey Song
'ভালোবাসা জারি আছে' গানের দৃশ্য (PR Handout)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 7:33 PM IST

কলকাতা, 14 নভেম্বর: হইচইতে আসছে 'তালমার রোমিও জুলিয়েট'। আগামী কাল অর্থাৎ 15 নভেম্বর থেকে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷ তার আগে সামনে এল ভালোবাসায় মাখামাখি এক গান ৷ 'চুপিসারে ভালোবাসা জারি আছে'।

গানটি গেয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য। লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। গানের সুর করেছেন দেবরাজ ভট্টাচার্য স্বয়ং। গানটি সামাজিক মাধ্যমে আসা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কারোর ভালো লেগেছে দেবরাজ, সুরঙ্গনার ডুয়েট। কেউ আবার লিখছেন, "অন্য প্রতিষ্ঠিত শিল্পীদের দিয়েও গাওয়ানো যেত গানটা।" কেউ লিখেছেন, "টানা এক বছর অপেক্ষা করেছি গানটার জন্য।"

আপাদমস্তক নির্ভেজাল প্রেমের গল্পের বুননে তৈরি হয়েছে এই সিরিজিটি। রয়েছে অ্যাকশন, কমেডি, রোমান্স। সিরিজের রোমিও জুলিয়েট অর্থাৎ মূল চরিত্র রানা এবং জাহানারার চরিত্রে দেবদত্ত রাহা এবং হিয়া রায়। দু'জনেই ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, "চুপিসারে ভালোবাসা জারি আছে রোমিও জুলিয়েটের।"

অনির্বাণ ইটিভি ভারতকে বলেন, "সবমিলিয়ে আটটি গান রয়েছে এই সিরিজে। যার মধ্যে চুপিসারে ভালোবাসা জারি আছে একটি। অনেক শিল্পীর গান রয়েছে 'তালমার রোমিও জুলিয়েট'-এর। যেমন আমি, দেবরাজ, সুরঙ্গণা, শুভদীপ, প্রাঞ্জল, ইমন, দেবায়ণ সবাই গান গেয়েছি। দারুণ গানের প্যালেট রয়েছে। আমি এই সিরিজের গানের টিম এবং গান নিয়ে ভীষণ খুশি।"

উল্লেখ্য, অনির্বাণ এই সিরিজে অভিনয়ের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। এখানেও তাঁর কিছু সংলাপ সিগনেচার হয়ে থাকার দাবি রাখে। তার মধ্যে অন্যতম "এই দুনিয়ায় বাঁইচে থাকার থেকে বড় কোনও শাস্তি নাই...।"

এই সিরিজে সংলাপ বলার জন্য বেশ অনুশীলন করতে হয়েছে হিয়া এবং দেবদত্তকে। কখনও বাঙাল ভাষা তো কখনও রাজবংশী ভাষায় কথা বলতে হয়েছে হিয়া-দেবদত্তকে ৷ শুটিং শুরুর আগে ওয়ার্কশপ-এ এই জাতীয় আরও অনেককিছু শিখেছেন বলে জানিয়েছন দুই অভিনেতা। সিরিজ ও তার গান দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী 'তালমার রোমিও জুলিয়েট' টিম ৷

ABOUT THE AUTHOR

...view details