কলকাতা, 19 জুলাই: নিউইয়র্কের কুইন্স-এ 'শ্রী চিন্ময় অ্যাসপিরেশন-গ্রাউন্ড'-এ সম্মানিত হলেন বাংলার বিশিষ্ট তবলা শিল্পী পণ্ডিত তন্ময় বসু । শিল্পীর হাতে এদিন তুলে দেওয়া হয় 'শ্রী চিন্ময় কালচার-লাইট অ্যাওয়ার্ড ।'
এই পুরস্কার সঙ্গীত, সাহিত্য, ভিজ্যুয়াল আর্ট, কূটনীতি, শিক্ষা এবং খেলাধুলা-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য যোগ্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় । এই বছর পণ্ডিত তন্ময় বসু পেলেন সেই সম্মান ৷ তাঁর অসাধারণ তবলা বাদন তথা সৃজনশীল প্রচেষ্টার স্বীকৃতি পেলেন নিউইয়র্কের মাটিতে ৷
পণ্ডিত তন্ময় বসু বলেন, "আমি 'শ্রী চিন্ময় কালচার-লাইট' পুরস্কার পেয়ে নিজেকে ভীষণ সম্মানিত বোধ করছি । শ্রী চিন্ময়ের শান্তি ও সম্প্রীতির শিক্ষা আমার নীতির সঙ্গে গভীরভাবে অনুরণিত হয় । আমার প্রচেষ্টার এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ । বিশ্বব্যাপী শ্রোতা আমাকে আমার সৃজনশীল শিল্পের মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করেন এবং প্রেরণা জোগান ।"
প্রসঙ্গত, 'শ্রী চিন্ময় অ্যাসপিরেশন-গ্রাউন্ড' আসলে শান্তি ও অনুপ্রেরণার জায়গা। জায়গাটি পণ্ডিত তন্ময় বসুদের মতো ব্যক্তিদের সম্মান করার জন্য উপযুক্ত স্থান হিসেবে কাজ করে । এর আগে ফিলিপ গ্লাস (প্রখ্যাত আমেরিকান পিয়ানোবাদক এবং সুরকার), এল সুব্রামানিয়াম এবং কবিতা কৃষ্ণমূর্তি সুব্রামানিয়াম (প্রখ্যাত ভারতীয় বেহালাবাদক, সুরকার এবং কন্ডাক্টর, পুরস্কার বিজয়ী গায়ক; সুব্রামানিয়াম একাডেমি অফ পারফর্মিং আর্টসের প্রতিষ্ঠাতা), রেজওয়ানা চৌধুরী বন্যা (সঙ্গীত শিল্পী তথা ঢাকায় সুরের ধারা মিউজিক অ্যাকাডেমির পরিচালক ও প্রতিষ্ঠাতা), বরিস গ্রেবেনশিকভ (কিংবদন্তি রাশিয়ান লোক-রক সঙ্গীতশিল্পী, নোবেল শান্তি পুরস্কার জয়ী) এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন।
গত কয়েক বছর ধরে পণ্ডিত রবি শঙ্কর এবং আমজাদ আলি খানের সঙ্গে প্রোজেক্ট, 'দ্য তাল তন্ত্র'য়ের মধ্যে দিয়ে দর্শকদের মন ছুঁয়ে যান তবলা শিল্পী পণ্ডিত তন্ময় বসু ৷ মধ্য-প্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ এবং ভারতে জ্যাজ, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন শিল্পীর প্রয়াসে আলাদা করে নজর কাড়ে ৷