পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শুরু 'সানি সংস্কারি কি তুলসী কুমারি'র শুটিং, দেখুন ভিডিয়ো - Sunny Sanskari Ki Tulsi Kumari - SUNNY SANSKARI KI TULSI KUMARI

Shoot begins Film Sunny Sanskari Ki Tulsi Kumari: শশাঙ্ক খৈতান ফের পরিচালকের আসনে ৷ 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং শুরু করল 'বাওয়াল' জুটি অর্থাৎ বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ৷

Sunny Sanskari Ki Tulsi Kumari
শুরু 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 5:44 PM IST

Updated : May 4, 2024, 10:49 PM IST

হায়দরাবাদ, 4 মে:দ্বিতীয়বার জুটি বাঁধলেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ৷ শশাঙ্ক খৈতান পরিচালিত 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'-র শুটিং সেটের ছবি শেয়ার করা হয় সোশাল মিডিয়ায় ৷ ছবির প্রযোজনার দায়িত্বে করণ জোহর ৷ পরিচালক শশাঙ্ক নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন প্রথম দিনের শুটিং সেটের ছবি ৷

এর আগে বরুণ ও জাহ্নবী দুজনেই কাজ করেছেন পরিচালক শশাঙ্কের সঙ্গে ৷ শ্রীদেবী কন্যার প্রথম কাজের হাতেখড়ি শশাঙ্কের সঙ্গেই ৷ 'ধড়ক' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ বিপরীতে ছিলেন ঈষান খট্টর ৷ পরিচালনা করেছেন শশাঙ্ক ৷ অন্যদিকে, পরিচালকের 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ও 'বদ্রীনাথ কি দুলহানিয়া' ছবিতে কাজ করেছেন বরুণ ধাওয়ান ৷ ফলে বলা যেতে পরিচালক শশাঙ্কের সঙ্গে বরুণ-জাহ্নবীর রিইউনিয়ন হতে চলেছে ৷ 'সানি সংস্কারি কি তুলসি কুমারি' ছবিটি মুক্তি পেতে পারে আগামী বছরের এপ্রিল মাসে ৷

'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং সেট (শশাঙ্ক খৈতানের ইন্সটাগ্রাম স্টোরি)

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সানিয়া মালহোত্রা ও রোহিত শ্রফতে ৷ এর বেশি কিছু এখনও পর্যন্ত সামনে আনা হয়নি নির্মাতা সংস্থার তরফে ৷ গত বছর নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল' ছবিতে প্রথমবার স্ক্রিনশেয়ার করেন বরুণ-জাহ্নবী ৷ ছবিতে মূলত, তুলে ধরা হয় নতুন বিয়ে হওয়া দম্পতির মধ্যে গড়ে ওঠা সম্পর্কের কথা ৷ যেখানে মধুচন্দ্রিমায় যাওয়ার পর নতুন দুই মানুষ কীভাবে একে অপরকে চিনতে পারেন, কাছে আসেন তা নিয়েই এগিয়েছে গল্প ৷ এখন 'সানি সংস্কারি কি তুলসি কুমারি' বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের কোন রূপ তুলে ধরে তা সময় বলবে ৷

Last Updated : May 4, 2024, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details