হায়দরাবাদ, 2 অগস্ট: বিড়লা সভাঘর, মধুসূদন মঞ্চ, নন্দন 3 ও ইউনিভার্সি ইন্সটিটিউটে বসেছিল নাটকের আসর ৷ 22 তারিখ থেকে 30 জুলাই পর্যন্ত সুজন মুখোপাধ্যায়ের 50তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ৷ যাঁরা না থাকলে বিশাল এই কর্মকাণ্ড সফল হত না তাঁদের ছবি দিয়ে ধন্যবাদ জানালেন অভিনেতা-নাট্যকার সুজন নীল ৷ পাশাপাশি 'গোদের উপর বিষফোঁড়া' র মতো চেপে বসা সব নিয়ম ও অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষের ভালোবাসার জয় নিয়ে আত্মহারা অভিনেতা ৷
সোশাল মাধ্যমে সুজন লেখেন, "দু'দিন হল শেষ হয়েছে মহাযজ্ঞ। চেতনা 50-এর উৎসবের থেকেও এই উৎসবের ঝামেলা ছিল অনেক অনেক বেশি। একে সাতদিনে 9টি নাটক, তার মধ্যে একটি ছোটদের নিয়ে নতুন নাটক এবং তার সঙ্গে দু'দিনে 4টি সিনেমা। 4টি লোকেশন.. সব মিলিয়ে মাথা খারাপ হবার উপাদান ভরপুর। তার মধ্যে 'গোদের উপর বিষফোঁড়া'র মতো চেপে বসল নতুন সরকারী নিয়মের নিদান, যা আমাদের জানা ছিল না এবং জুলাই মাস থেকেই তা বলবৎ হবে, কেউ সেটা জানাননি ৷ অথচ আমরা চিঠি দিয়ে উৎসবের আবেদন জানিয়েছিলাম এপ্রিল মাসে বা তারও আগে। বহু আবেদন স্বত্ত্বেও, শত অনুরোধ করেও এই নতুন নিয়ম 'রক্তকরবী'র রাজার মতো আমাদের গিলে খেল.. ( প্রসঙ্গত, সিনেমা ও টেলিভিশন শিল্পের ওপর ক'দিন ধরে চলা অবিচারটাও ঐ 'চলো, নিয়ম মতে'র একটা বীভৎস সমীকরণ, যা একেবারেই গ্রহণযোগ্য নয়)।"