ETV Bharat / entertainment

অভিনয়ের হাতেখড়ি বাংলা সিনেমায়, আজ বলিউডে রাজ করছেন এই নায়িকারা - ACTRESSES JOURNEY IN BENGALI FILMS

বিদ্যা বালান থেকে রাধিকা আপ্তে, রাখি গুলজার থেকে শর্মিলা ঠাকুর, বাংলা সিনেমায় তাঁদের হয়েছে হাতেখড়ি ৷ আজ তাঁরা বলিউডের নামজাদা অভিনেত্রী ৷

Bolly actress debut Bengali cinema
অভিনয়ের হাতেখড়ি বাংলা সিনেমায় এই সকল অভিনেত্রীর (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 23 hours ago

হায়দরাবাদ, 7 জানুয়ারি: সাদা কালো থেকে রঙিন সিনেপর্দায় বলিউডের অভিনেত্রীদের নজরকাড়া অভিনয় ইন্ডাস্ট্রিকে শক্ত করছে ৷ বিদ্যা বালান থেকে রাধিকা আপ্তে কিংবা শর্মিলা ঠাকুর আজ যাঁরা সেলুলয়েডে মহিলাকেন্দ্রিক সিনেমার ঘরানায় পরিবর্তন এনেছেন তাঁদের সিনেমায় হাতেখড়ি হয়েছে বাংলা সিনেমা দিয়ে ৷ হিন্দি সিনেমা জগতে নিজেদের নাম তৈরি করার আগে এই সুন্দরীরা হাত পাকিয়েছেন বাংলা সিনেমায় ৷

শর্মিলা ঠাকুর

পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে দর্শক পায় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ৷ 1959 সালে মুক্তি পাওয়া 'অপুর সংসার' চেনায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলাকে ৷ এরপর একাধিক বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমা দুনিয়ায় রাজ করছেন এই অভিনেত্রী ৷

রাখি গুলজার

1967 সালে 'বধূ বরণ' ছবি দিয়ে সিনে পর্দায় যাত্রা শুরু করেন রাখি গুলজার ৷ দিলীপ নাগ পরিচালিত এই ছবির পরেই তিনি বলিউডে ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয়ের সুযোগ পান ৷ 'জীবন মৃত্যু' ছবি মুক্তির পরেই সাফল্যের সিঁড়িতে পা রাখেন রাখি ৷

জয়া বচ্চন

শর্মিলার মতো সত্যজিৎ রায়ে সিনেপর্দায় তুলে ধরেন আরও এক বাঙালি কন্যা জয়া বচ্চনকে ৷ 1963 সালে মুক্তি পায় 'মহানগর' ৷ সিনেপ্রেমীদের মুগ্ধ করেন অভিনেত্রী ৷

বিদ্যা বালান

সালটা 2003 ৷ বিদ্যা বালান ধরা দেন আনন্দী চরিত্রে ৷ ছবির নাম 'ভালো থেকো' ৷ সেই বছর এই ছবির ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার ৷ গৌতম হালদার পরিচালিত ছবিতে অভিনয়ের হাতেখড়ি হয় বিদ্যার ৷ এই ছবির জন্য পুরস্কারও পান অভিনেত্রী ৷

সোহা আলি খান

মায়ের মতো মেয়ে সোহা আলি খানও রূপোলি জগতে পা রাখেন বাংলা সিনেমার হাত ধরেই ৷ শর্মিলা ঠাকুরের মেয়ে 2004 সালে প্রথমবার ধরা দেন সিলভার স্ক্রিনে ৷ ছবির নাম 'ইতি শ্রীকান্ত' ৷ অঞ্জন দাস পরিচালিত এই ছবি সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয় ৷

রানি মুখোপাধ্যায়

একদিকে তিনি বলিউডের 'মর্দানি' অন্যদিকে আবার যশরাজ ফিল্মসের মালকিন অর্থাৎ আদিত্য চোপড়ার স্ত্রী ৷ রানির সিনে যাত্রা শুরু হয় প্রসেনজিতের বিপরীতে 'বিয়ের ফুল' ছবি দিয়ে ৷ পরিচালক ছিলেন রানির বাবা রাম মুখোপাধ্যায় ৷

রাধিকা আপ্তে

এই অভিনেত্রী একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন ৷ তবে অনিরূদ্ধ রায়চৌধুরীর 'অন্তহীন' তাঁর প্রথম ছবি ৷ এরপর অতনু ঘোষের 'রূপকথা নয়', সৌকর্য ঘোষালের 'পেন্ডুলাম' সিনেমায় অভিনয় করেন রাধিকা ৷ এমনকী, শর্টফিল্ম 'অহল্যা'-তেও তাক লাগান অভিনেত্রী ৷

কঙ্কনা সেনশর্মা

কঙ্কনা সেনশর্মাও বাংলা সিনেমা দিয়েই যাত্রা শুরু করেন রূপোলি পর্দায় ৷ 2000 সালে 'এক যে আছে কন্যা' ছবিতে কঙ্কনার অভিনয় তাক লাগায় সকলকে ৷ এরপর তিনি অভিনয় করেন 'তিতলি' ছবিতে ৷

হায়দরাবাদ, 7 জানুয়ারি: সাদা কালো থেকে রঙিন সিনেপর্দায় বলিউডের অভিনেত্রীদের নজরকাড়া অভিনয় ইন্ডাস্ট্রিকে শক্ত করছে ৷ বিদ্যা বালান থেকে রাধিকা আপ্তে কিংবা শর্মিলা ঠাকুর আজ যাঁরা সেলুলয়েডে মহিলাকেন্দ্রিক সিনেমার ঘরানায় পরিবর্তন এনেছেন তাঁদের সিনেমায় হাতেখড়ি হয়েছে বাংলা সিনেমা দিয়ে ৷ হিন্দি সিনেমা জগতে নিজেদের নাম তৈরি করার আগে এই সুন্দরীরা হাত পাকিয়েছেন বাংলা সিনেমায় ৷

শর্মিলা ঠাকুর

পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে দর্শক পায় অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে ৷ 1959 সালে মুক্তি পাওয়া 'অপুর সংসার' চেনায় সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলাকে ৷ এরপর একাধিক বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমা দুনিয়ায় রাজ করছেন এই অভিনেত্রী ৷

রাখি গুলজার

1967 সালে 'বধূ বরণ' ছবি দিয়ে সিনে পর্দায় যাত্রা শুরু করেন রাখি গুলজার ৷ দিলীপ নাগ পরিচালিত এই ছবির পরেই তিনি বলিউডে ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয়ের সুযোগ পান ৷ 'জীবন মৃত্যু' ছবি মুক্তির পরেই সাফল্যের সিঁড়িতে পা রাখেন রাখি ৷

জয়া বচ্চন

শর্মিলার মতো সত্যজিৎ রায়ে সিনেপর্দায় তুলে ধরেন আরও এক বাঙালি কন্যা জয়া বচ্চনকে ৷ 1963 সালে মুক্তি পায় 'মহানগর' ৷ সিনেপ্রেমীদের মুগ্ধ করেন অভিনেত্রী ৷

বিদ্যা বালান

সালটা 2003 ৷ বিদ্যা বালান ধরা দেন আনন্দী চরিত্রে ৷ ছবির নাম 'ভালো থেকো' ৷ সেই বছর এই ছবির ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার ৷ গৌতম হালদার পরিচালিত ছবিতে অভিনয়ের হাতেখড়ি হয় বিদ্যার ৷ এই ছবির জন্য পুরস্কারও পান অভিনেত্রী ৷

সোহা আলি খান

মায়ের মতো মেয়ে সোহা আলি খানও রূপোলি জগতে পা রাখেন বাংলা সিনেমার হাত ধরেই ৷ শর্মিলা ঠাকুরের মেয়ে 2004 সালে প্রথমবার ধরা দেন সিলভার স্ক্রিনে ৷ ছবির নাম 'ইতি শ্রীকান্ত' ৷ অঞ্জন দাস পরিচালিত এই ছবি সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয় ৷

রানি মুখোপাধ্যায়

একদিকে তিনি বলিউডের 'মর্দানি' অন্যদিকে আবার যশরাজ ফিল্মসের মালকিন অর্থাৎ আদিত্য চোপড়ার স্ত্রী ৷ রানির সিনে যাত্রা শুরু হয় প্রসেনজিতের বিপরীতে 'বিয়ের ফুল' ছবি দিয়ে ৷ পরিচালক ছিলেন রানির বাবা রাম মুখোপাধ্যায় ৷

রাধিকা আপ্তে

এই অভিনেত্রী একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন ৷ তবে অনিরূদ্ধ রায়চৌধুরীর 'অন্তহীন' তাঁর প্রথম ছবি ৷ এরপর অতনু ঘোষের 'রূপকথা নয়', সৌকর্য ঘোষালের 'পেন্ডুলাম' সিনেমায় অভিনয় করেন রাধিকা ৷ এমনকী, শর্টফিল্ম 'অহল্যা'-তেও তাক লাগান অভিনেত্রী ৷

কঙ্কনা সেনশর্মা

কঙ্কনা সেনশর্মাও বাংলা সিনেমা দিয়েই যাত্রা শুরু করেন রূপোলি পর্দায় ৷ 2000 সালে 'এক যে আছে কন্যা' ছবিতে কঙ্কনার অভিনয় তাক লাগায় সকলকে ৷ এরপর তিনি অভিনয় করেন 'তিতলি' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.