পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

KIFF 2024: অন্তর্বাসহীন অভিনয় সুব্রতর, চ্যালেঞ্জিং চরিত্র মত দেবাশিসের - KIFF 2024

চলচ্চিত্র উৎসবে দেখানো হল সঞ্জীব দে পরিচালিত, সুব্রত দত্ত, দেবাশিস মণ্ডল অভিনীত 'জগন'। বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবে জগনের চরিত্রে অভিনেতা সুব্রত দত্ত।

Etv Bharat
সুব্রত দত্ত-দেবাশিস মণ্ডল (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 9:25 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সঞ্জীব দে পরিচালিত, সুব্রত দত্ত, দেবাশিস মণ্ডল অভিনীত 'জগন'। ছবিতে সুব্রত দত্তকে দেখা গিয়েছে একজন স্পেশাল চাইল্ড-এর চরিত্রে। যার নাম জগন আর তার ভাইয়ের চরিত্রে দেবাশিস মণ্ডল। যার নাম বিশু। বিশুকে ছাড়া জগনের চরিত্রটি হয় না ৷ আবার জগনকে ছাড়াও বিশুর চরিত্রটি মূল্যহীন। একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবে জগনের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন সুব্রত দত্ত।

ছবিটির জন্য দীর্ঘ দুই থেকে আড়াই মাস নখ কাটতে পারেননি সুব্রত দত্ত। প্রথমে চরিত্রটি পেয়ে সাফ 'না' বলে দিয়েছিলেন অভিনেতা। কেন না এতদিন চুল, নখ না কেটে থাকা সম্ভব না। পরে গল্প শুনে রাজি হন। এই ছবি ঘিরে প্রত্যাশা জানতে চাইলে সুব্রত বলেন, "ব্যবসা অনেকরকমভাবে হয়। এই ছবির ব্যবসা প্লাসে যাবে। যারা ছবিটা দেখেছেন তাঁরা জানেন আমি কেন বলছি কথাটা।"

'জগন' নিয়ে খোলামেলা আড্ডা (ইটিভি ভারত)

অভিনেতা আরও বলেন, "গোটা ছবিটা খুব ন্যাচরাল। কোনও মিথ্যে নেই এই ছবিটাতে। উইদাউট আন্ডার গার্মেন্টস অভিনয় করে গিয়েছি আমি। বারবার এই জগনের জামাকাপড় খুলে যায়। এমনই এক চরিত্র। যারা দেখেছেন তাঁরা জানেন এই ছবি কতটা মরমী।" দেবাশিস মণ্ডল বলেন, "চ্যালেঞ্জিং রোল করতে ভালো লাগে। বিশু চরিত্রটাও ভীষণ চ্যালেঞ্জিং। বিশু না থাকলে জগনকে বোঝা যাবে না। জগনের না পারাগুলো প্রকট হবে না। মানুষ দেখার পর বাহবা দিচ্ছেন এটাই প্রাপ্তি। আরও দুই দিন ছবিটা দেখানো হবে। কবে ছবিটা মুক্তি পাবে সকলের জন্য আমরা জানি না। তাই দেখে নেওয়াই ভালো।"

জানা গিয়েছে, 9 ডিসেম্বর রবীন্দ্র ওকাকুরা ভবনে 1:30 মিনিটে, 10 ডিসেম্বর সকাল 10টায় মেনকাতে দেখানো হবে সঞ্জীব দে পরিচালিত, সুব্রত দত্ত, দেবাশিস মণ্ডল অভিনীত 'জগন'।

ABOUT THE AUTHOR

...view details