কলকাতা, 9 ডিসেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল সঞ্জীব দে পরিচালিত, সুব্রত দত্ত, দেবাশিস মণ্ডল অভিনীত 'জগন'। ছবিতে সুব্রত দত্তকে দেখা গিয়েছে একজন স্পেশাল চাইল্ড-এর চরিত্রে। যার নাম জগন আর তার ভাইয়ের চরিত্রে দেবাশিস মণ্ডল। যার নাম বিশু। বিশুকে ছাড়া জগনের চরিত্রটি হয় না ৷ আবার জগনকে ছাড়াও বিশুর চরিত্রটি মূল্যহীন। একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষ হিসেবে জগনের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন সুব্রত দত্ত।
ছবিটির জন্য দীর্ঘ দুই থেকে আড়াই মাস নখ কাটতে পারেননি সুব্রত দত্ত। প্রথমে চরিত্রটি পেয়ে সাফ 'না' বলে দিয়েছিলেন অভিনেতা। কেন না এতদিন চুল, নখ না কেটে থাকা সম্ভব না। পরে গল্প শুনে রাজি হন। এই ছবি ঘিরে প্রত্যাশা জানতে চাইলে সুব্রত বলেন, "ব্যবসা অনেকরকমভাবে হয়। এই ছবির ব্যবসা প্লাসে যাবে। যারা ছবিটা দেখেছেন তাঁরা জানেন আমি কেন বলছি কথাটা।"