কলকাতা, 14 ফেব্রুয়ারি: ভ্যালেন্টাইন্স ডে'র আগে চুম্বন দিবসে হাজির নতুন প্রেমের মিউজিক ভিডিয়ো 'তোর নামে নীল খামে'। ভিডিয়োতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেল দেবলীনা দত্ত এবং কাইজারকে ।
চোখ ধাঁধানো নীল পোশাকে রোম্যান্টিক ইমেজে এন্ট্রি নিলেন দেবলীনা । সহজভাবে বলতে গেলে ভালোবাসার মাসে ভালোবাসার গানে নতুন ইমেজে ধরা দিলেন অভিনেত্রী । সঙ্গী হলেন কাইজার । 'তোর নামে নীল খামে' শীর্ষক গানে একেবারে আলাদা লুকে, দর্শকদের জন্য চমক নিয়ে এসেছেন অভিনেত্রী দেবলীনা দত্ত ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-02-2025/musicvideo_14022025082456_1402f_1739501696_702.jpg)
এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন পরিচালক সুধীর দত্ত ৷ শিল্পী রাখী দত্ত ও রাজ বর্মনের কণ্ঠে শোনা গিয়েছে এই গান । কলকাতারই এক ঝাঁ চকচকে লোকেশনে প্রকাশ পেয়েছে গানটি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, কাইজার খান ও প্রজেক্টের সমস্ত কলাকুশলীরা ।
রোমান্টিক এই গানের শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে ৷ অনুষ্ঠানে অভিনব ভাবে সমস্ত অতিথিকে উপহার দেওয়া হয়েছে একটি করে নীল খাম ।
অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা দত্ত জানান, "এই প্রজেক্টে দর্শক পুরোপুরিভাবে নতুন স্বাদের গান উপহার পেয়েছে । ভালোবাসার মানুষটিকে নীল খামে ভালোবাসা জানাতে বলছি আমরা এই গানে । কারণ এই ভালেন্টাইন্স ডে শুধু প্রেমিক প্রেমিকার দিন নয় । দুই বন্ধুর, মা এবং সন্তানের, ভাই এবং বোনের - সবাই সবার ভ্যালেন্টাইন হতে পারে । তাই নীল রঙ, কারণ নীল হল আকাশের রঙ । আর ভালেন্টাইন মানে - ভালোবাসা হোক আকাশের মতো অবাধ ।"
এই ছবিতে কাজ করা নিয়ে দেবলীনা বলেন, "কাইজার খান ও পরিচালক সুধীর দত্তের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ । এই গানটা নিয়ে আমি খুব আশাবাদী ৷" গানটি মুক্তি পেয়েছে 'ডি. সুধীর প্রোডাকশন হাউস'-এর ব্যানারে।