হায়দরাবাদ, 24 মার্চ: রঙের উৎসবে মেতে উঠতে অপেক্ষা আর কিছুক্ষণের ৷ একটা সময় ছিল যখন বাড়ির পুরনো জামা-কাপড়েই মা-দিদিমারা বের করে দিতেন দোল বা হোলি খেলার জন্য ৷ সেই ট্রেন্ড এখন বদলেছে ৷ ওয়াই জেনারেশনের কাছে হোলির ফ্যাশন একটা অন্য মাত্রা নিয়ে আসে ৷ এবারের বসন্ত উৎসবে কীভাবে সাজাতে পারেন নিজেকে, কোন ধরনের পোশাক বেছে নিতে পারেন, টিপস দিলেন ফ্যাশন ডিজাইনার পারমিতা বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর মতে এই দিনটার জন্য হালকা জামাকাপড় বেছে নেওয়া সবচেয়ে ভালো। দোলে রং খেলার জন্য সুতির পোশাক পরা সবচেয়ে ভালো। কারণ এই ধরনের পোশাকে রং খেলতে খেলতে গরমে অস্বস্তি হওয়া সম্ভাবনা কম থাকে। তিনি বলেন, "হোলি ফ্যাশন বললে একটা কথাই মাথায় আসে সাদা পড়ব ৷ এই সাদা রঙের পোশাকেই যেন রামধনু রঙ লাগে ভীষণ সুন্দর ৷ তাই হোলিতে ফ্যাশন হোক সাদা রঙের পোশাকেই ৷ পাশাপাশি, এমন পোশাক বাছুন, যেটা নষ্ট হলে মন খারাপ হবে না ৷ উলটে সেটা স্মৃতি হিসাবে থেকে যাবে আপনার কাছে ৷ চিকন বা মখমলের পোশাক বেছে নিতে পারেন ৷ অথবা হতে পারে পাতলা খাদির পোশাক ৷ এক্ষেত্রে শাড়ি, সালোয়ার যেটা ইচ্ছে বেছে নিতে পারেন ৷"
তিনি আরও বলেন, "আসলে আমার মনে হয়, প্রতিনিয়ত সকলেই দৌঁড়চ্ছেন ৷ জীবন ভীষণ গতিময় হয়ে গিয়েছে ৷ সেখানে দাঁড়িয়ে এই রঙ জীবনের আঙিনায় নতুন স্মৃতি তৈরি করতে সাহায্য করবে ৷ ফলে দোল যেমন খেলা যাবে তেমনই এই দোল আপনার জীবনে নতুন স্মৃতি যোগ করুক ৷"
এছাড়া, সাধারণভাবে বলা যায়, আপনি যে পোশাকই পরুন না কেন, এর সঙ্গে মানানসই চুড়ি পরতে পারেন ৷ কানের দুল ও একটা সাধারণ ব্রেসলেট পরতে পারেন ৷ রঙের উৎসবে যেহেতু হই-হুল্লোড়টা বেশি হয়, তাই বেশি বড় ঝুমকা না পরাই ভালো ৷ আর চুড়ির ক্ষেত্রে নানা রঙ বেছে নিন, তবে কাচের চুড়ি একদম নয় ৷