হায়দরাবাদ, 25 জুন: ছয় বছরের অপেক্ষা শেষ হতে চলেছে ৷ পর্দায় আসছে 'স্ত্রী 2' ৷ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2'-এর টিজার এল প্রকাশ্যে ৷ 2018 সালে সিলভার স্ক্রিনে যে স্টারকাস্ট ছিল, তাঁদেরকে সঙ্গে নিয়েই এসেছে ছবির সিক্যুয়েল ৷ সোশাল মিডিয়ায় টিজার আসতেই তা ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় ৷
প্রযোজনা সংস্থা ম্যাডডক ফিল্মসের তরফে টিজার শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "এবার চান্দেরিতে স্বাধীনতার দিন আতঙ্ক ছড়াবে ৷ লেজেন্ডরা ফিরছেন স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15 অগস্ট 2024 ৷" রাজকুমার, শ্রদ্ধার সঙ্গে জুটিতে ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে ছবির টিজার ছাড়া হয়েছিল হরর-কমেডি ছবি মুঞ্জয়া'র সঙ্গে ৷ একমাত্র প্রেক্ষাগৃহে যে সকল দর্শক মুঞ্জয়া দেখতে গিয়েছিলেন তাঁরাই ছবির টিজার দেখতে পান ৷ এরপর সেই ভিডিয়ো লিক হয়ে যায় অনলাইনে ৷