হায়দরাবাদ, 16 অগস্ট : স্বাধীনতা দিবসের দিন তিনটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পায় ৷ 'স্ত্রী 2', 'ভেদা' এবং 'খেল খেল মেঁ' ছিল প্রতিযোগিতায় ৷ তার মধ্যে সকলকে ছাপিয়ে বক্সঅফিস দখল করল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ত্রী 2' ৷ হরর কমেডি ছবি 'স্ত্রী 2'-এর নাইট শো 14 অগস্ট আসে ৷ সেইদিনেই ভালো ব্যবসা করে এই ছবি ৷ ফলে ছবির কালেকশন পৌঁছে গিয়েছে 50 কোটির ঘরে ৷ তালিকায় রয়েছে অক্ষয় কুমার, ফারদিন খান অভিনীত কমেডি ড্রামা ছবি 'খেল খেল মেঁ' এবং জন আব্রাহাম এবং শর্বরী ওয়াঘের অ্যাকশন ড্রামা ফিল্ম 'ভেদা' ৷ প্রথম দিনে তাদের আয় কত দেখে নেওয়া যাক ৷
স্ত্রী 2-এর প্রথম দিনের কালেকশন
'স্ত্রী 2' অগ্রিম বুকিংয়ে 5.50 লক্ষেরও বেশি টিকিট বিক্রি করে 20 কোটির বেশি আয় করেছে ৷ স্যাকনিল্কের মতে, স্ত্রী 2 ছবিটি প্রথম দিনে 46 কোটি টাকা ব্যবসা করেছে। ছবিটি প্রিভিউতে আয় করেছে 8 কোটি টাকা ৷ ছবির মোট কালেকশন হয়েছে 54.35 কোটি টাকা ৷ সাকনিল্কের তথ্য অনুযায়ী, স্ত্রী 2, 'গদর 2'-এর প্রথমদিনের কালেকশন (40.10 কোটি টাকা) টপকে গিয়েছে ৷ স্ত্রী 2 প্রভাসের কল্কি 2898 এডির পরে 2024 সালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং ছবি হিসাবে নাম লিখিয়েছে ৷ কল্কি প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে 95 কোটি টাকা আয় করে ৷ পাশাপাশি 'স্ত্রী 2', 25 জানুয়ারী, 2024-এ মুক্তিপ্রাপ্ত হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের এরিয়াল অ্যাকশন ছবি 'ফাইটার'-এর প্রথম দিনের কালেকশন (24.60 কোটি টাকা) ভেঙে রেকর্ড করেছে ৷