পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'ক্ষমতা, টাকা-দেখনদারি; ঘুণ ধরে গেছে সিস্টেমে'- আরজি কর রায়ে বিস্ফোরক শ্রীলেখা - SREELEKHA MITRA ON RG KAR VERDICT

'প্রতিবাদ করলেই মরবে। ঠিক যেভাবে এই মেয়েটিকে মরতে হল। একা সঞ্জয় রায় তো এই কাজে দোষী হতে পারে না। এটা স্পষ্ট..' বিস্ফোরক শ্রীলেখা মিত্র ৷

Sreelekha Mitra
আরজি কর রায়ে বিস্ফোরক শ্রীলেখা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 18, 2025, 5:12 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। কিন্তু বাকিরা কোথায়? একাই দোষী সঞ্জয় রায়? মানতে নারাজ সাধারণ মানুষ। এমনকী টলিউডও। রায় বেরনোর পর সামাজিক মাধ্যমে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন, "বিচারের নামে প্রহসন।" এরপরেই অভিনেত্রীর বক্তব্য আরও বিস্তারিত জানতে ইটিভি ভারত যোগাযোগ করে তাঁর সঙ্গে।

ইটিভি ভারতকে শ্রীলেখা মিত্র বলেন, "একা সঞ্জয় রায় তো এই কাজে দোষী হতে পারে না। এটা স্পষ্ট। তবে, এখনও পুরো ব্যাপারটা শেষ হয়ে যায়নি। মেয়েটির বাবা-মা সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তাঁরা ছেড়ে দেওয়ার পাত্র নন। তাঁদের পাশেও বেশ কিছু মানুষজন আছেন। সুতরাং ব্যাপারটা অত সহজ হবে না। যারা আসল অপরাধী তারা হয়ত ভাবছে যে তারা পার পেয়ে যাবে। তা নয় কিন্তু।"

তিনি আরও বলেন, "আসল কথা হল, গোটা সিস্টেমটাতে পচন ধরে গেছে। মানুষের মধ্যেই পচন ধরেছে। প্রতিবাদ করলেই মরবে। ঠিক যেভাবে এই মেয়েটিকে মরতে হল। এই মেয়েটির মধ্যে প্রতিবাদ ছিল। প্রতিবাদ করার সাহস ক'জনের আছে? আমিও সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আমাকে হয়ত মেরে ফেলেনি। কিন্তু কোথায় আমার কাজ? অনেক সংবাদ মাধ্যমও তো আমাকে বয়কট করেছে। আরও একটা বিষয় এক্ষেত্রে বলতে হয় মানুষ ভাবতে থাকে সে অন্যায়ের প্রতিবাদ করবে নাকি চুপ করে থাকবে নাকি অন্যায়টাকেই প্রশ্রয় দেবে। মানুষ নিজেরা না বদলালে সিস্টেম বদলাবে না। বিচারের নামে মাসল পাওয়ার আর মানি পাওয়ার এখানে কাজ করেছে এটা স্পষ্ট। সবটাতেই কেন্দ্র এবং রাজ্য জড়িত ৷"

শ্রীলেখা মিত্র এদিন আরও বলেন, "আমি মেয়েটির বাড়িতে গিয়েছি। ওর বাবা মায়ের সঙ্গে দেখা করেছি। মেয়েটির ঘরে বসেছি। ওরা না মেয়েটার জন্য শোকটাও করতে পারছে না। যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে ওরা কাঁদতেও পারছে না। এভাবে মেয়েকে হারিয়েছে, আর তার বিচারের নামে এই ! ওরা এর শেষ দেখে ছাড়বে। আমরাও শেষ বিচারের আশায় আছি।"

ABOUT THE AUTHOR

...view details