কলকাতা, 9 নভেম্বর: বোর্ডের পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থীদের মুখে এক চওড়া হাসি ফুটে ওঠে ৷ আগামীর প্রস্তুতির আগে বন্ধুদের সঙ্গে কিছুটা আড্ডা, ঘুরে বেড়ানো ইত্যাদি বাকেট লিস্টে মাস্ট হয়ে দাঁড়ায় ৷ তেমন চার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জীবন ও ঘটনাবহুল মোড় আসছে রূপোলি পর্দায় ৷ পাশাপাশি প্রকাশিত হয়েছে ছবির গানও ৷
আসছে নতুন বাংলা ছবি 'তুরুপের তাস'। ছবির কাহিনি ও পরিচালনায় দেবজিৎ হাজরা। বিভিন্ন চরিত্রে রয়েছেনরজতাভ দত্ত, শ্রেয়া ভট্টাচার্য, যুধাজিৎ সরকাফ, জুলি সরকার, রেমো মাইতি। ছবিতে গল্পের মোড় ঘোরাতে দেখা যাবে সৌরভ দাসকে ৷ সঙ্গীত পরিচালনায় প্রাঞ্জল দাস। গান গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, আলাপ, কাজল, মাধুরী।
গল্প শুরু হয় চারবন্ধুকে নিয়ে ৷ যাঁরা বোর্ডের পরীক্ষা শেষে কোথাও একটা ঘুরতে যাবে বলে ঠিক করে। শর্ট ট্রিপ করবে বলে ঠিক করে অয়ন (ঋক দে), অয়নের প্রেমিকা অনন্যা ( শ্রেয়া ভট্টাচার্য) এবং ওদের আরও দু'জন বন্ধু মৈনাক (রেমো) ও ত্যানা (দীপানিত্বা নাথ)।