হায়দরাবাদ, 31 জানুয়ারি: নিক জোনাসের গান শুনে ফিদা দীপিকা পাড়ুকোন ৷ লোল্লাপালুজা ইন্ডিয়া 2024-এ কিং-এর সঙ্গে নিক জোনাসের গাওয়া 'মান মেরি জান' শুনে তিনি মুগ্ধ ৷
অন্যতম সেলিব্রিটি দম্পতি হিসাবে পরিচিত প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস ৷ স্বাভাবিকভাবেই জোনাস ব্রাদার্সের সঙ্গে ভারতে প্রথমবার মঞ্চে উঠে উষ্ণ অভ্যর্থনা পেলেন নিক ৷ দর্শকদের কাছে তিনি এখন 'ন্যাশনাল জিজু' অর্থাৎ দেশের জামাইবাবু ৷ নিক জোনাসের পারফরম্যান্সের সময় তাঁর উদ্দেশে 'জিজু জিজু' বলে ভক্তদের চিৎকার, ক্যামেরাবন্দি হয়েছে ৷ ভিডিয়োগুলি দ্রুত ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেই মুহূর্তের উত্তেজনা চাক্ষুস করেন দেশবাসী ৷ সেই ভিডিয়ো দেখে নিকের প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোনও ৷
বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা মিউজিক ফেস্টিভ্যালে নিক জোনাসের রকিং পারফরম্যান্সের একটি ক্লিপ শেয়ার করেছেন । ফুটেজে ধরা পড়েছে যে, নিক এবং গায়ক-র্যাপার কিং দারুণ এনার্জি নিয়ে গাইছেন 'মান মেরি জান'৷ তাঁদের পারফরম্যান্স উপস্থিতি জনতাকে মুগ্ধ করেছে । দীপিকা মিউজিক ফেস্টে নিক এবং কিং-এর ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সো কুল'৷ পোস্টটিতে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস এবং কিং-কে ট্যাগ করেছেন বলিউডের মস্তানি ৷ উল্লেখ্য, দীপিকা এবং প্রিয়াঙ্কা 2015 সালে সঞ্জয় লীলা বানসালির পিরিয়ড ড্রামা বাজিরাও মস্তানিতে একসঙ্গে কাজ করেছেন ।