ETV Bharat / entertainment

হাজির খুদে সান্তা ! বাবা-মা হলেন পরম্পরা-সচেত - SACHET PARAMPARA WELCOME BABY BOY

সঙ্গীতশিল্পী সচেত এবং পরম্পরার জীবনে উপস্থিত খুদে সদস্য ৷ বাবা-মা হিসাবে জীবনের নতুন পথ চলা শুরু করলেন সচেত-পরম্পরা ৷ শুভেচ্ছা অনুরাগীদের ৷

Sachet and Parampara Welcome Baby Boy
বাবা-মা হলেন পরম্পরা-সচেত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: বলিউডের মিউজিক কম্পোজার ও গায়ক সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুরের জীবনে খুশির হাওয়া ৷ বড়দিনের আগে পরিবারে উপস্থিত খুদে সদস্য ৷ প্রথম সন্তানের জন্য দিলেন পরম্পরা ৷ সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করতেই শুভেচ্ছা অনুরাগীদের ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে পুত্র সন্তানের জন্ম হওয়ার খবর শেয়ার করেন দুই সঙ্গীত তারকা ৷ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ছেলের ছোট্ট হাত-পায়ের ছবি ৷ 2020 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সচেত-পরম্পরা ৷ বিয়ের চার বছর পর জীবনের এক নতুন পর্ব শুরু করলেন তাঁরা ৷ ভিডিয়োতে সদ্যোজাতর ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, "ইট ইজ আ বয় ৷" ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, 2023 সালে মুক্তি পাওয়া দো পাত্তি সিনেমার 'মাইয়া' গান ৷

ক্যাপশনে এরপর লেখা হয়, "মহাদেবের আশীর্বাদে সকলের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আনন্দ হচ্ছে যে আমাদের ঘরে পুত্র সন্তান এসেছেন ৷ আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই এই শুভ সময়ে ৷ নমহঃ পার্বতী পতালে হর হর মহাদেব ৷ জয় মাতা দি ৷"

এই খবরে শুভেচ্ছা বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে ৷ অনুরাগী থেকে তারকারা অভিনন্দন ও শুভেচ্ছা জানান সদ্য বাবা-মা হওয়া সচেত-পরম্পরাকে ৷ 2015 সালে দ্য ভয়েস অফ ইন্ডিয়ায় যোগ দেওয়ার পর মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁরা জনপ্রিয় হন ৷ এরপর বলিউডে একের পর এক ছবি যেমন 'টয়লেট: এক প্রেম কথা', 'কবীর সিং', 'তানহাজি'-তে হিট গান উপহার দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি তাঁদের মিউজিক ভিডিয়ো 'ছোঁড় দেঙ্গে' ইউটিউবে মুক্তি পায় 2024 সালে ৷ যা নিমেষে ভাইরাল হয়ে যায় 486 মিলিয়ন ভিউয়ার নিয়ে ৷

হায়দরাবাদ, 23 ডিসেম্বর: বলিউডের মিউজিক কম্পোজার ও গায়ক সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুরের জীবনে খুশির হাওয়া ৷ বড়দিনের আগে পরিবারে উপস্থিত খুদে সদস্য ৷ প্রথম সন্তানের জন্য দিলেন পরম্পরা ৷ সোশাল মিডিয়ায় সেই খবর শেয়ার করতেই শুভেচ্ছা অনুরাগীদের ৷

এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে পুত্র সন্তানের জন্ম হওয়ার খবর শেয়ার করেন দুই সঙ্গীত তারকা ৷ অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন ছেলের ছোট্ট হাত-পায়ের ছবি ৷ 2020 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সচেত-পরম্পরা ৷ বিয়ের চার বছর পর জীবনের এক নতুন পর্ব শুরু করলেন তাঁরা ৷ ভিডিয়োতে সদ্যোজাতর ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, "ইট ইজ আ বয় ৷" ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, 2023 সালে মুক্তি পাওয়া দো পাত্তি সিনেমার 'মাইয়া' গান ৷

ক্যাপশনে এরপর লেখা হয়, "মহাদেবের আশীর্বাদে সকলের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে আনন্দ হচ্ছে যে আমাদের ঘরে পুত্র সন্তান এসেছেন ৷ আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা চাই এই শুভ সময়ে ৷ নমহঃ পার্বতী পতালে হর হর মহাদেব ৷ জয় মাতা দি ৷"

এই খবরে শুভেচ্ছা বন্যা বয়ে যায় কমেন্ট সেকশনে ৷ অনুরাগী থেকে তারকারা অভিনন্দন ও শুভেচ্ছা জানান সদ্য বাবা-মা হওয়া সচেত-পরম্পরাকে ৷ 2015 সালে দ্য ভয়েস অফ ইন্ডিয়ায় যোগ দেওয়ার পর মিউজিক ইন্ডাস্ট্রিতে তাঁরা জনপ্রিয় হন ৷ এরপর বলিউডে একের পর এক ছবি যেমন 'টয়লেট: এক প্রেম কথা', 'কবীর সিং', 'তানহাজি'-তে হিট গান উপহার দিয়েছেন তাঁরা ৷ পাশাপাশি তাঁদের মিউজিক ভিডিয়ো 'ছোঁড় দেঙ্গে' ইউটিউবে মুক্তি পায় 2024 সালে ৷ যা নিমেষে ভাইরাল হয়ে যায় 486 মিলিয়ন ভিউয়ার নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.