ব্যর্থতা প্রতিটি মানুষের জীবনে অন্যতম সঙ্গী । পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে কোনওকিছুতে কখনও ব্যর্থ হয়নি । বিশেষ করে কেরিয়ারে ব্যর্থতা অন্যতম একটি মূল কারণ । তবে এটা মনে রাখা উচিত যে, আপনি যখন কোনও কিছুতে একবার ব্যর্থ হবেন, তখন সেটা আপনার ভবিষ্যতে সাফল্যের ক্ষেত্রে মূল উৎসাহ হয়ে দাঁড়াবে । ব্যর্থতার কষ্ট আপনাকে অসম্ভব জয় করতে উদ্যম জোগাবে ।
বাস্তুশাস্ত্রে জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্থতার জন্য বাস্তুর নিয়মগুলি অনুসরণ করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় । এটি বিশ্বাস করা হয় যে কিছু বাস্তু ভুলের কারণে, ব্যক্তিকে উন্নতির পথে বাধার সম্মুখীন হতে হতে পারে । ব্যক্তি শক্তি এবং আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে শুরু করে । কোনও কাজ করতে ভালো লাগছে না । প্রতিদিন জেনে বা অজান্তে করা ভুলের কারণে জীবনের চ্যালেঞ্জগুলি কঠিন হয়ে পড়ে । বাস্তু ত্রুটির কারণে চাকরির পদোন্নতিতে সাফল্য পেতে বাধা আসে ৷ তবে বাস্তুর কিছু বিষয় মাথায় রাখলে উন্নতির পথে আসা বাঁধাগুলি এড়ানো যায় ।
আমরা কখনও কখনও নিজের অজান্তেই বাস্তু দোষ তৈরি করে ফেলি বা ভুল পথে চালিত হয়ে যাই । যা ঘরের মধ্যেই রাখা জিনিসপত্রেই বাস্তু দোষ তৈরি হতে পারে ৷
মানুষের জীবন নানা জটিলতা, সমস্যায় ভরা । যেমন- জীবনে গ্রহের শুভ-অশুভ প্রভাব রয়েছে, তেমনই বাস্তু দোষের প্রভাবেও জীবনে নানা রকম বাধার সৃষ্টি হয় । অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে প্রতি পদে বাধা-বিপত্তি আসছে । তখন বুঝতে হবে, বাড়িতে বা কর্মক্ষেত্রে কোনও রকম বাস্তু ত্রুটি বা দোষ তৈরি হয়েছে ৷
জ্যোতিষী রাহুল দে বলেন, "প্রতিদিন হনুমানজিকে একটা করে লাল জবা ফুল নিবেদন করুন ৷ এতে হনুমানজি তুষ্ট হন ৷ এছাড়াও প্রতি শনি ও মঙ্গলবার হনুমানচল্লিশা পাঠ করুন ৷ এতে মনের ইচ্ছা পূরণ হয় ও সবদিক থেকে বাঁধা মুক্তি পাওয়া সম্ভব হয় ৷"
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)