হায়দরাবাদ, 9 নভেম্বর:যখনই বক্সঅফিস যুদ্ধের কথা আসে তখন বিগ বাজাটে দুই ছবির ব্যবসা নিয়ে আগ্রহ বাড়তেই থাকে ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' সেই উত্তেজনা শুরু থেকেই শুরু করেছে ৷ প্রথম থেকে বক্সঅফিস দৌড়ে লাগাম ছিল রোহিত শেঠ্ঠীর হাতে ৷ এবার তা আসতে আসতে হচ্ছে হাতছাড়া ৷
অষ্টম দিনের মাথায় প্রেক্ষাগৃহে ঘুরে দাঁড়াচ্ছে রুহ বাবা-মঞ্জুলিকার জুটি ৷ মাল্টি-স্টারার অ্যাকশন ছবির তুলনায় ফের একবার দর্শকদের হলে টানছে হরর-কমেডি ছবি ৷ দেখে নেওয়া কার ভাগ্যে কতটা লক্ষ্মীলাভ হল?
ভুল ভুলাইয়া 3 ও সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)
ছবি মুক্তির প্রথম দিন থেকেই ট্রেন্ডিংয়ে ছিল অজয় দেবগণের সিংঘম এগেইন ৷ আয়ও বাড়ছিল জোর গতিতে ৷ তবে জোর টক্কর দিয়েছে ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির ছবিও ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টম দিনে রুহবাবার ঝুলিতে এসেছে 9 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 167.25 কোটি টাকা তাও আবার এক সপ্তাহের মধ্যে ৷
অন্যদিকে, একই দিনে 'সিংঘম এগেইন' আয় করেছে 7.50 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 180.50 কোটি টাকায় ৷ নেট কালেকশনের দিক থেকে রোহিতের ছবি এগিয়ে থাকলেও আনিজ বাজমির হরর-কমেডি লড়ছে ভালোই ৷