হায়দরাবাদ, 31 অক্টোবর: রাত পোহালেই বক্সঅফিস দখলে বড় লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা ৷ 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' মুক্তি পাচ্ছে পয়লা নভেম্বর ৷ একদিকে অজয় দেবগণের পুলিশ টিম অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে মনোরঞ্জনের রসদ আসছে প্রেক্ষাগৃহে ৷ দুটি সিনেমারই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ কার পাল্লা ভারী দেখে নেওয়া যাক একনজরে ৷
স্যাকনিল্ক রিপোর্ট
কোন সিনেমার বক্সঅফিস কালেকশন কি রকম বা অগ্রিম টিকিট বুকিংয়ে কে কতটা এগিয়ে সেই বিষয়ে আপডেট দিয়ে থাকে স্যাকনিল্ক ৷ রিপোর্টে জানানো হয়েছে, 'সিংঘম এগেইন' ছবির এই মুহূর্তে ভারতে মোট টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 87 হাজার 747টি টিকিট ৷ ঘরে তুলেছে 6.51 কোটি টাকা ৷ তবে এক্ষেত্রে ব্লক সিটস ধরা হয়নি ৷ তুলনায় অন্যদিকে 'ভুল ভুলাইয়া 3' ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 32 হাজার 957টি ৷ আয় হয়েছে 7.49 কোটি টাকা ৷ এখানে ব্লক সিটস ধরা হয়েছে ৷