কলকাতা, 20 সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে বাঙালির বড় উঠসব, দুর্গোৎসব। যদিও অন্যান্য বছরের চেয়ে এই বছরের পুজো অনেকটা আলাদা। এক আঁধার রাতের আঁচল সরে আসার দীর্ঘ অপেক্ষা, অপেক্ষা সুবিচারের। এমন অন্ধকার সময়ে আলোয় ফেরার গান নিয়ে প্রকাশ পেতে চলেছে সঙ্গীত শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে 'রূপং দেহি'। বাংলার মেলতুনেস রেকর্ডস ও মহারাষ্ট্রের ওয়েস্টার্ন মিউজিক রেকর্ডস'-এর যৌথ উদ্যোগে প্রকাশ পেতে চলছে 'রূপং দেহি'।
শিল্পী বলেন, "আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিনিয়ত মনে হচ্ছে যেন গোটা সময়টা একটা আঁধার রাতের চাদর, এটি মুছে গিয়ে থেকে আলোর ঠিকানা স্থায়ী হতে পারে মায়ের আগমনে। আমাদের দুর্গারা যেমন প্রাণের ভয় না পেয়ে করোনার মোকাবিলা করেছিলেন, তাদের দেখেই মনে হয় আরোগ্যের দেবীর রূপ যেন আমরা মর্তে খুঁজে পাই আমাদের নারী মেডিকেল কর্মীদের মধ্যে। সমান ভাবেই যারা সমরে বিজয়িনী, লড়াই করেছেন দেশের জন্য, বা যারা বিচার চেয়ে রাস্তায় নেমেছে, দেবীর দুর্গতিনাশিনী রূপ আমার চোঁখে আমি যেন তাদের মধ্যেই খুঁজে পাই ।"